আমাদের কথা খুঁজে নিন

   

বৈসাবি, বৈশাখী, রাঙামাটি, কাপ্তাই লেক, শুভলং, চাকমা রাজার বাড়ি ৩

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

বেশ কয়দিন ব্লগের ফ্রন্টপেজ ওপেন করতে পারতেছিলাম না। তাই ব্লগের সার্বিক ব্যাপার-স্যাপার নিয়ে বেখবর আছিলাম। আজকে প্রথম ফ্রন্টপেজ খুললো। হরতালের খবরটা জনাতে পারলাম।

ভাল লাগলো। আওয়ামী লীগ বিএনপি আর জামাত কণ্টকিত ব্লগে হরতাল হওয়া খুব ভাল। আজ আবার রাঙামটি বিষয়ে লেখার অবসর পাওয়া গেল। সাধারণত যেসব সিরিজ ব্লগ শুরু করি সেগুলা আর শেষ করা হয় না। এক ধাক্কায় না লিখলে আর লেখা শেষ হয় না।

ভেবেছিলাম রাঙামাটির সিরিজ শেষ করবো। কিন্তু তাও আর হলো না। ইচ্ছা করতেছে না। তারপরও কিছু ব্যাপার বলি : শুভলং ঝরণা শুভলং ঝরণায় পানি নাই। মানে পানি ঝরে না।

ফলে শুকনা শুভলং এখন এই মৌসুমে ঝরণার স্মৃতি ছাড়া কিছু নয়। চেয়েছিলাম শুভলং বাজারে যাব কিন্তু অথৈ মাঝি রাজি হলো না। আমার পায়ের বুড়ো আঙ্গুল পাহাড়ে উঠতে গিয়ে ফেটে যাওয়ায় আমিও আর মুলোমুলি করলাম না। পেদা টিং ডিং কাপ্তাই লেকের মধ্যে একমাত্র কর্পোরেট আখড়া হলো পেদা টিং ডিং। রাঙামাটি গেলে এইটার কথা শুনতেই হবে।

যারা গেছে তারাও বলবে এইটার কথা। কিন্তু জিনিশটা পুরো বোগাস। চাকমা, মারমাদের অরিজিনাল ল্যান্ডে গিয়ে কেউ যদি দেখতে পান তাদের তৈরি খাদ্য বলে আপনাকে স্রেফ একটা ভাওতা দেয়া হচ্ছে তখন কী মনে হবে? চাকমা খাবার আমি আমার এক বন্ধু সূত্রে খেয়েছি। তুলনায় পেদা টিং ডিং স্রেফ ভাওতা। আর মুদ্রার কথা তো বলাই বাহুল্য।

ফেরার পথে পেদা টিং ডিং নেমে ঘেমে নেয়ে একাকার হয়ে আবার ঝোলানো ব্রিজের ফেরা হলো। দোচোয়ানি চাকমাদের হোমমেড পানীয়। কান্ট্রি ড্রিঙ্ক। অথৈ মাঝির সহায়তায় পাওয়া গেল এ বোতল। চমৎকার।

গন্ধটা একটু কড়া। অথৈ দোচোয়ানি কিনতে ওদের গ্রামে নিয়ে গিয়ে আমাকে আবার বৈসাবির সব্জি, ফলমূলও খাওয়াল। বৌদ্ধদের প্রার্থণা পরদিন শহরের পাশের বৌদ্ধবিহারে নতুন বছরের প্রার্থনা। সেখান থেকে চাকমা রাজার বাড়ি। বাড়িটাকে আর রাজার বাড়ি মনে হয় না।

মনে হয়, ব্যারিস্টার দেবাশিস রায়ের রাঙামাটি বাংলো। বিশেষ আর কি লিখিম। সুমেরু পছন্দ করতেছিল রাঙামাটি বিষয়ক লেখাটা। কিন্তু পছন্দ তো ভাই আমি করাইতে চাই না। তাই এইখানে ক্ষান্তি দিলাম।

ম্যাপটা কাপ্তাই লেকের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।