আমাদের কথা খুঁজে নিন

   

জড়িত এবং চ্যুত (উৎসর্গ: স্বরহীন)

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

স্নায়ুগুলো ঘোলাটে হয়ে যাচ্ছে ভীষণ মোমের লাভার মত গলে গলে পড়ছে অনুভূতির নির্যাস অথচ দেখ কি নির্বিকারে তুমি আমি কাঁধে করে বয়ে চলেছি মৃত সর্ম্পকের লাশ আমি জানি এর সবই এক অবস্থিতি এর সবই এক কিশোরের নিছক স্বপ্ন-ভ্রমণ আমি জানি পাল্টে যাবে এটাও শক্ত হয়ে উঠবে বালকের আদিম পাললিক মন আমি জানি এরপরও তৈরী হতে থাকবে নতুন বিণুনী দেখা দেবে মোহময়ী নতুন বিকার বালক বালিকা মিলে হাত ধরে হাঁটতে চাইবে কিছুক্ষণ গড়ে-পিটে দিতে চাইবে নতুন ভূমিষ্ঠ সর্ম্পকের আকার এরপর তারাও চলে যাবে দূরে যদিও মৃত সম্পর্কের লাশ কাঁধে আসবে ফিরে ফিরে তাই সম্পর্কগুলো কখনোই নয় মৃত কিংবা জীবিত শুধু পরস্পরকে স্থান দেবার ভয়ে কখনো জড়িত কখনো চ্যুত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.