ভালবাসা যদি অন্ধ হয়
তবে, চক্ষু হাসপাতালে গিয়ে
কর্নিয়াটা চেঞ্জ করে নিলেই তো হয়!
ভালবাসা যদি সময় না মানে
তবে, “সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করেনা”
ভাবসম্প্রসারনটা মুখস্থ করলেই তো হয়!
ভালবাসা যদি অবাধ্য হয়
তবে, বেঞ্চের উপর কান ধরে দাড় করিয়ে
বেতের দু-চার ঘা দিলেই তো হয়!
ভালবাসা যদি বয়স না মানে
তবে, জুনিয়ররা সিনিয়রের দিকে তাকালে
ধমক দিয়ে চোখ রাঙালেই তো হয়!
ভালবাসা যদি অবুঝ হয়
তবে, তাকে নিয়ে কাউন্সলিং করে
বুঝিয়ে শুনিয়ে মানুষ বানালেই তো হয়!
ভালবাসা যদি এমনই হয়
তবুও ভালবাসা, ভালবাসা ভালবাসাই
[এটা কোন কাব্য,সাহিত্য কিংবা কবিতা যেটাই বলিনা কেন কোনটাই এটা নয়। একজন সহজ,সরল যুবকের জীবনের বহু ভালবাসার অভিজ্ঞতা থেকে জানতে চাওয়া উপলব্ধির উত্তরের একটি অংশ মাত্র]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।