নাজমুল ইসলাম মকবুল
বিলাই কালা
(প্যারডী গান)
নাজমুল ইসলাম মকবুল
ওরে ও বিলাই কালা, ধরা পইড়া করলি বিজালা
ধরা পইড়া! ধরা পইড়া!! ধরা পইড়া! !!
করলি বিজালারে বিলাই কালা, ধরা পইড়া করলি বিজালা। ।
কালা বিলাইর কালো চুল, করলি কতো গন্ডগোল
ঘুষের লাইগা! ঘুষের লাইগা!! ঘুষের লাইগা!!!
মুখে ঝরে লালারে বিলাই কালা, ধরা পইড়া করলি বিজালা। ।
সত্তর লক্ষ ধরা পড়ল, কতো সত্তর হজম করল
দেশটা লুটে! দেশটা লুটে!! দেশটা লুটে!!!
খাইল ওই শালারে বিলাই কালা, ধরা পইড়া করলি বিজালা।
।
দেশ বিদেশে টাকার পাহাড়, শেকড় তাহার ভারত কাছাড়
দিসনারে আর! দিসনারে আর!! দিসনারে আর!!!
জনগনরে জ্বালারে বিলাই কালা, ধরা পইড়া করলি বিজালা। ।
আলেমদেরকে ব্যাঙ্গ করল, কতো টাকা বস্তায় ভরল
জনগনে! জনগনে!! জনগনে!!!
রাখছে জোতার মালারে বিলাই কালা, ধরা পইড়া করলি বিজালা। ।
(প্যারডী গানের সুর: ওরে ও সাম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।