আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের হাট যে বাগেরহাট!

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

নতুন বছরে এমন মানসিক হোগামারা খেতে হবে, ভাবিনি। বিপন্ন মনহোগাকে সামলে নিয়ে আঁসুলিপ্ত দুই চোখ কচলে নিয়ে লিখতে বসছি আমার নতুন বছরের প্রথম পোস্ট। প্রথমেই জানাই নতুন লেআউটের প্রতি আমার অবিচল অকৃত্রিম অশ্রদ্ধা। নতুনে প্রতি আমার কোন বিদ্বেষ নেই, যদি সে দেখতে পুরাতনের চেয়ে ভালো হয়। নতুন লেআউট জঘন্য হয়েছে।

আমি জানি আমার এ উক্তি নতুন লেআউটের নির্মাতাদের মনে ক্রোধের সঞ্চার করবে, কিন্তু আমি নিরুপায়, কোদালকে কোদালই বলতে চাই। ইউনিকোডের ব্যাপারটি প্রশংসনীয়, কিন্তু আমার মনে হয় টাইপ করার পুরনো কাঠামোটি যথেষ্ঠ সুন্দর ছিলো। যেখানে বন্ধুবর এস এম মাহবুব মুর্শেদ তাৎর সম্মতি ও আগ্রহ জ্ঞাপন করেছেন, কনভার্টারটিকে সেই কাঠামোর সাথে জুড়ে দেয়া গেলে বোধহয় ভালো হতো। সবাই ফায়ারফক্স ব্যবহার করেন না, ইন্টারনেট এক্সপ্লোরারে এই গোদা গোদা হরফে ব্লগ পড়তে গেলে খাবি খেতে হয়। তবে নিজের ব্লগে ঢুকে আমি হতবাগ (মানে বাগের আঘাতে হত আর কি)।

এ কোন বাগেরহাটে এসে ঢুকলাম? আমার পুরনো পোস্টগুলিকে দেখাচ্ছে ড্রাফটের বাক্সে, ড্রাফটগুলির কোন পাত্তা নেই। নতুন লিঙ্ক যোগ করার কোন ওয়াস্তা দেখছি না। পুরনো অ্যাডমিন প্যানেলটিও ১৪১৩র সাথে ইলোপ করেছে বলে মালুম হয়। ইলুপ্ত অ্যাডমিন প্যানেলের পাশাপাশি বিলুপ্ত হয়েছে হরফের ওপর যথেচ্ছ বর্ণবাদী আচরণের সুযোগটিও। চাইলেই লেখার কোন অংশকে মোটাতাজা বা চিৎকাইত করা যাচ্ছে না।

দেয়া যাচ্ছে না প্যারাগ্রাফ। তবে সব বাগের সেরা শাহবাগটি হচ্ছে প্রথম পাতায়। সেখানে সেরা রেটেড পোস্টগুলি দেখে নির্ভেজাল আনন্দ পেলাম বহুদিন পর। অভিনন্দন জানাই ওয়ালী ও ত্রিভুজকে। আপনারা পারেনও।

দুর্জনে বলতে পারে, সর্বোচ্চ ব্লগারের তালিকা থেকে নামকাটা যাওয়ায় আমি কুপিত হয়ে এ ধরনের প্রতিক্রিয়াশীল পোস্ট দিচ্ছি। দুর্জনের ধারণা সঠিক। আরেক পশলা ফ্লাডিং করতে হবে দেখছি। বানভাসি সিরিজ আসছে সামনে, হুঁশিয়ার। তবে ভরসা রাখছি হাসিন অ্যান্ড কোং এর ওপর।

আশা করি তাঁরা এসব বাগের আগাছা উপড়ে ফেলার মতো মালিবাগ হতে পারবেন। তা না হলে এই হাজারিবাগ রাজ্যে বাগেশ্রী হয়েই চলতে হবে আমাদের। এভাবে বাগদানের কী প্রয়োজন ছিলো কে জানে! সবাইকে নববর্ষের শুভেচ্ছা, বিশেষ করে সামহোয়্যার ইনে কর্মরতা বালিকাদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.