আজ যদি আপনাদের আহবাণ করি আমার মা এর চিকিৎসার জন্য টাকা দরকার, সাহায্য দরকার তাকে সাহায্য করুণ তাহলে কি আপনারা সেই ডাকে সাড়া দেবেন ? দিলে কতজন ? প্রাপ্তি নামের মেয়েটার জন্য আমরা কতজন সাড়া দিয়েছি ? দেড় লক্ষের কাছাকাছি মানুষ তার উপর লেখাটি পড়েছে-সাহায্য করেছেন কতজন কে জানে ? কিছু টাকা পয়সার ব্যাপার - তাও দিতে কতবার চিন্তা করি আমরা, তাই না ?
অথচ ত্রিশ লক্ষ মানুষ তাদের জীবন ত্যাগ করেছিল আমাদের এই দেশ-মায়ের জন্য ! সেই উৎসর্গকতবড় মাপের তা কি কখন চিন্তা করি, করেছি ?
তাদের কাছাকাছি আমরা আর কখনই যেতে পারব না, ঈশ্বর সেই সুযোগ আর আমাদের দেবেন না কিন্তু তাদের সম্মান জানানোর কোন সুযোগ যেন আমরা নিজেরা না হারাই । বড় আদরের, গর্বের সম্পদ তারা আমাদের । ভালবাসা দিয়ে আগলে রাখি চলুন সেই ইতিহাস, সেই সব মানুষদের যারা এখনো আমাদের পাশেই আছেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।