আমাদের কথা খুঁজে নিন

   

আদরের সম্পদ আমাদের



আজ যদি আপনাদের আহবাণ করি আমার মা এর চিকিৎসার জন্য টাকা দরকার, সাহায্য দরকার তাকে সাহায্য করুণ তাহলে কি আপনারা সেই ডাকে সাড়া দেবেন ? দিলে কতজন ? প্রাপ্তি নামের মেয়েটার জন্য আমরা কতজন সাড়া দিয়েছি ? দেড় লক্ষের কাছাকাছি মানুষ তার উপর লেখাটি পড়েছে-সাহায্য করেছেন কতজন কে জানে ? কিছু টাকা পয়সার ব্যাপার - তাও দিতে কতবার চিন্তা করি আমরা, তাই না ? অথচ ত্রিশ লক্ষ মানুষ তাদের জীবন ত্যাগ করেছিল আমাদের এই দেশ-মায়ের জন্য ! সেই উৎসর্গকতবড় মাপের তা কি কখন চিন্তা করি, করেছি ? তাদের কাছাকাছি আমরা আর কখনই যেতে পারব না, ঈশ্বর সেই সুযোগ আর আমাদের দেবেন না কিন্তু তাদের সম্মান জানানোর কোন সুযোগ যেন আমরা নিজেরা না হারাই । বড় আদরের, গর্বের সম্পদ তারা আমাদের । ভালবাসা দিয়ে আগলে রাখি চলুন সেই ইতিহাস, সেই সব মানুষদের যারা এখনো আমাদের পাশেই আছেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।