আমাদের কথা খুঁজে নিন

   

আপনার এন্ড্রয়েড সহ অন্য ফোনের বেটারি বেকআপ ও ফোনের স্থায়িত্ত বৃদ্ধি করতে চান? তাহলে এই দিকে দেখুন

আসসালামুয়ালাইকুম,বন্ধুরা সবাই কেমন আছেন?
আমি আল্লাহর রহমতে ও আপনাদের  দোয়াই ভালো আছি। এই কিছুদিন আগে ওয়াল্টনের প্রিমিও ফ২  এন্ড্রয়েড ফোন কিনলাম,আগে সেমবিয়ান USE করতাম, আমি মনে করি ্যারা প্রযুক্তি আর নতুন সফট্যার এর সাথে থাকতে চান তারা এন্ড্রয়েড ফোনে অনেক কিছু খুজে পাবেন, সেম্বিয়ান ও ভালো কিন্তু এর অনেক অনেক বেশি সফট্যার পাওয়া যাই না।
আচ্ছা যাই হোক যার যেই টা আছে সেইটাই ভালো।
তো আজকে আমি যে টিঊন টি করব তা অনেকেই জানেন, তার পর ও আমি খুদ্র জ্ঞ্যানে যা জানি বলার চেস্টা করি মাত্র।
***কোথাও কোন ভুল হলে খমার দৃস্টিতে দেখবেন***
এবার আসি মুল কথাই।



প্রথমে  স্থায়িত্ত ও বেকআপ নিয়ে আলোচনা করব।

>  আমাদের প্রতিটি ফোনেই লিথিয়াম আয়ন LI-ion  বেটারি Use  করা হয়। তাই মোবাইল সেট কিনার পর পরই বেটারি পুরা আট ঘন্টা 8 Hours চার্জ দিতে হবে।
8 Hours  চার্জ দেওয়ার পর দেখুন আপনার বেটারি বেক আপ কেমন যাচ্ছে?
> এইটা দেখতে  (Settings » About phone » Battery use)

 দেখুন সব চেয়ে বেশি নেটওয়ার্ক এ বেটারি Use হয়েছে।
টিপসঃ যখন আপনি দুর্বল নেটওয়ার্ক এর মধ্যে থাকবেন / আপনার ফোনের চার্জ একদম শেশ এর পরযাই তখন আপনি আপনার ফোন টা অফ করে দিন ।


স্পেশাল টিপস ঃLi-ion বেটারিতে সব সময় ৩০% চার্জ থাকা অবস্থাই চার্জ দিবেন। (এতে বেটারির স্থাইত্ত বারবে)
> আমাদের এন্ড্রয়েড সাধারন্ত 2G /3G  নেটওয়ার্ক দেওয়া থাকে ,তাই সব সময় 2G নেটওয়ার্ক Use করা উচিত।

টিপসঃ এই অপসান পেতে  (Settings » Wireless controls » Mobile networks » Use only 2G networks)   তাহলে বেটারি বেক আপ বেশি যাবে ,কারন সবচেয়ে বেশি নেটুয়ার্কে বেটারি Use হয়।
>মোবাইলের Brightness  সব সময়  কমিয়ে রাখূণ  ্ ্যাদের মোবাইলে auto Brightness দেওয়া আছে ওইটা অটো সিস্টেম তুলে দিয়ে মেনুয়েলি করুন।

টিপসঃ অটো ব্রাইটনেসস সেন্সর এর সাথে কাজ করে আর সেন্সর বেশি বেশি চালালে বেটারির চার্জ ও বেশি খেয়ে নেই আবার সেন্সর এর স্থাইত্ত কমে যাই।


> কোন সময়ই Animated Screen এনিমেটেড স্ক্রিন Saver ব্যবহার না করা।

টিপসঃ  এনিমেটেড স্ক্রিন Saver ব্যবহার না করে সব সময় Black  টাইপের  স্ক্রিন Saver ব্যবহার করা উচিত। তাহলে বেটারি বেক আপ বাড়বে।
> স্কিন টাইম ১ মিনিটের বেশি না রাখা।

টিপসঃ এটি change করতে  (Settings » Sound & display » Screen timeout)  দেখুন।

এতে বেটারির চার্জ বেশি যাবে।
>WiFi +  Blutouth + GPS  ব্যবহার না  করলে Turn Off  করে  রাখা

টিপসঃ WiFi +  Blutouth + GPS   অনেক বেশি চার্জ খেয়ে থাকে তাই এগুলো অফ করে রাখা উচিত।
> vibration  সব সময় ব্যবহার না করা।

  টিপস  ঃ vibration অনেক বেশি চার্জ খেয়ে থাকে তাই vibration অফ করে রাখা উচিত যদি আপনি ভ্রমনে যান তবে ব্যবহার করা উচিত।
>ফোন যখন ব্যবহার না করবেন তখন ফোন অফ করে রাখা উচিত

টিপসঃ নামাজ / ঘুমানোর সময় /জরুরি কাজ  না থাকলে ফোন অফ করে রাখা উচিত।

বিশেশ করে ফোন চার্জ করার সময় ফোন অফ করে চার্জ দিতে হবে।
> Airplane Mode করে রাখা ।

টিপসঃ নামাজ এর সময় করে রাখা উচিত এতে চার্জ খরচ কম হবে।
> বেটারি সেভার স্ফট্যায়ার Use করা ।

টিপস  ঃ বেটারি সেভার/পাওয়ার মেনেজমেন্ট সফট্যাওয়ার Use করলে অনেক বেটারি সেভ হয়।


আমরা যখন WiFi +  Bluetooth + GPS  ব্যবহার করে বন্দ করতে ভুলে যাই তখন বেটারি সেভার/পাওয়ার মেনেজমেন্ট সফট্যাওয়ার অটো অফ করে দেই।
মোটামুটি কথা শেশ । ।
আরো কিছু বিশয় নিয়ে টিউন টি আপডেড করব।
ইনশিয়াল্লাহ।


যাদের এই টিউন টি যদি একটুও ভালো লেগে থাকে তবে কমেন্ট আশা করছি।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.