andharrat@জিমেইলডটকম
পাখি ভাবনা : আজকে খাবার নিয়ে বড় চিন্তায় ছিলাম। সারাটা দিন উড়াউড়ি করে
ডানায় ব্যথা হয়ে গেছে। কিন্তু সকালের নাস্তাটাও যোগাড় হচ্ছিলনা। শরীর কান্তিতে
অবশ হতে চলছিল। ব্যর্থতার কষ্ট মেজাজটাকে তেতো করে দিচ্ছিল।
দিনভর উড়াউড়ি
করে গাঁেয়ও জমেছে প্রচুর ধূলোবালি। কিন্তু নাহ শেষ বিকেলে এসে সব কান্তি কষ্ট মূর্হুতেই
উবে গেল। অনেকদিন থেকে শখ ছিল একটা তরতাজা মাছ খাবো আজ সেটা পূরণ হবে।
আহ্ কি যে ভাল লাগছে। মাছটাকে কিছুণ ঠোঁটে ধরে রেখে আনন্দকে আরো একটু
বেশী উপভোগ করছি।
মাছ ভাবনা : মা-ওমা- আমার মাগো, আমি তোমার কথা না শুনে একটু দূরে চলে এসেছিলাম। মাগো তোমার অবাধ্য ছেলেকে তুমি আর কখনো দেখবেনা। আর কখনো
আমাকে বকাঝকা করতে পারবেনা। বাবাকে বলো আমার জন্য যেন দুঃখ না করে। আমি
জানি বাবা অসুসহ্য হয়ে পড়বে।
ছোট বোনটিকে বলো তাকে আমি জ্বালাতন করতে আসবোনা আর কোনদিন। আমার বন্ধুদের বলো তাদের খাবারে আমি আর ভাগ বসাতে
আসবোনা। মাগো আমার খুব কষ্ট হচ্ছে। আমার মা, মাগো, বিদায় মা---------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।