আমাদের কথা খুঁজে নিন

   

কালকের আয়ারল্যান্ডের খেলা আমার দুশ্চিন্তাকে বাড়িয়ে দিয়েছে অনেকগুণ

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আমিনুল ইসলাম বুলবুলের মন্তব্য - সৌজন্যে লেমু

বৃষ্টির অপেক্ষায় শুধু আমি নই। মনে হয় বাংলাদেশের সবাই! অথচ বৃষ্টি হচ্ছে কিনা ওয়েস্ট ইন্ডিজে! সাধে কি আর বলে- প্রকৃতির লীলা বোঝা ভার! সেখানে বৃষ্টি কারো কাছে ভিলেন কারো কাছে হিরো। প্রত্যেকটা দলই এখন সবচেয়ে বেশি চিন্তায় আছে বৃষ্টিকে নিয়ে। ম্যাচ শুরুর সময় প্রায় প্রতিদিন-ই বৃষ্টি করো জন্য নিয়ে আসছে পৌষমাস, কারো বা সর্বনাশ! গতকালেও বৃষ্টি আমার আফসোসকে আরো বাড়িয়ে দিল। ঢাকায় হলে কি ক্ষতি তার? যাই হোক, বিরক্ত হলেও বেশ রিলাক্স মুডেই কাল খেলা দেখছিলাম।

টেনশন ছিল না। কিন্তু আয়ারল্যান্ডের খেলা দেখে আমি মুগ্ধ। যত সহজে বাংলাদেশ তাদের হারাবে বলে ভেবে আছি, ততই তারা বাংলাদেশের জন্য থ্রেটের কারণ হয়ে উঠছে। এম্নিতেই যেখানে যাচ্ছি, সেখানেই মানুষ কথা শোনাচ্ছে। বাংলাদেশ টিম খারাপ করছে, আর তার ঠেলা সামলাতে হচ্ছে আমাদের।

যদিও আমি সবসময়ই তা পজিটিভলি ফেস করে আসছি। কিন্তু কালকের আয়ারল্যান্ডের খেলা আমার দুশ্চিন্তাকে বাড়িয়ে দিয়েছে অনেকগুণ। যদিও জানতাম তারা হারবে। আর তাই খেলা শেষ না করেই ঘুমুতে গিয়েছিলাম। কিন্তু তাতে কি, সাউথ আফ্রিকার সাথে তো ভালো দলগুলোও হারে।

কারণ তারা আইসিসির র্যাং ঙ্কিয়ে এক নম্বর। তাই ভয়, বাংলাদেশের সঙ্গে কী হবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.