সযতনে খেয়ালী!
মনে বড় শখ হইছে আই.ই 7 ব্যবহার করুম। ব্লগ থেকে ইনফো নিয়ে জেনুইন কিলার ইনস্টল করে দেখি আমার পিসি ই কিলড হইয়া গেছে। পরপর কয়েকবার টেরাই করছি, রেজিস্ট্রিআপডেট রান করাইলেই পিসি ঘুমাইয়া পড়ে, কয় "ভাইসাব- আপনের পিসিতে জেনুইনিটি নাইক্কা। দিলাম বন কইরা"।
জেনুইন কিলার অবশ্য কাম করে।
আই.ই7 ডাউনলোড করা যায় মাগার ইনস্টল করতে গেলেই কয়, "মিয়াভাই- আপনের ভার্সনের তো হ্যাডম নাই এই জিনিষ চালানের। তাত্তারি সার্ভিস প্যাক নামান"। যেই না নামাইতে যাই অমনি পিসি কয় বাই-বাই...।
ভাইয়েরা অখন কারো কাছে [গাঢ়]এক্সপি- সার্ভিস প্যাক-2 (এসপি2) [/গাঢ়]থাকলে গরীবরে একটা টোকা দেন দেহি। তয় মনে রাইখেন, জিনিষটা কইলাম ক্র্যাক হইতে হইবো।
আসল জিনিষ পেটে সইবো না। অলরেডি পিসিতে উইন্ডোজ 4 বার ইনস্টল করছি, আর ধৈর্য্যে কুলাইবো না।
হেলপ করেন ভাই, সাহায্য করেন গরীবরে। এই দুনিয়ায় একটা সার্ভিস প্যাক দিলে পরকালে দশটা সার্ভিস প্যাক প্রতিদান পাইবেন ভাই। দানের প্রতিদান দশগুন, ভুইলা যাইয়েন না...!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।