হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে ৪-৫ দিন আগে আমার ২৫৬ কেবিপিএস আনলিমিটেড শেষ হয় ... লিমিট ছিলো ৪০ গিগাবাইট ... টেলিটক এ স্পীড ফিক্স করে দেয়া ছিলোনা । আমি সবসময় ১৩০-১৪০ kBps ডাউনলোড স্পীড পাইতাম । আমার পরিচিত একজন ১২৮ কেবিপিএস এর প্যাকেজ নিয়েও এইরকম স্পীড পাইতো তাই আমি ৭৪৭.৫০ দিয়ে ১২৮ এর আনলিমিটেড নেই। প্রথম ৩ দিন স্পীড ভালোই ছিলো কিন্তু এখন স্পীড নেমে ২৫-৪০ এ নেমে আসছে !! এমনকি যারা ২০০ টাকা রিচার্জ করে ৩জিতে মাইগ্রেট করে ১ জিবি ফ্রী পাইছে তাদের ও স্পীড কমে গেছে। আপনারা যারা ইউজ করতেছেন কেমন স্পীড পাইতেছেন ?? স্পীডকি কমিয়ে দিলো না সাবমেরিন ক্যাবল এর কারনে এই সমস্যা হইতেছে ??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।