নীরবতার নীল যন্ত্রনা শেষে অকস্মাৎ মুখর একজন
3G Network উদ্বোধনের পর টেলিটক তাদের ওয়েবসাইটে গ্রাহকদের জন্য 3G -Connection নেওয়ার 'ট্যারিফ' ঘোষণা করেছে।
উল্লেখ্য যে, "বাঁধ ভেঙে দাও" শীর্ষক 3G -Connection এর সাড়া জাগানো ঘোষণা দেওয়ার পর বহুল প্রতিক্ষীত এই ট্যারিফে 'টেলিটক' শেষ পর্যন্ত 128 kbps, 256 kbps, 512 kbps, 1 Mbps এবং 2 Mbps স্পীড এর Connection-দেওয়ার অফার দিয়েছে।
ঘোষিত ট্যারিফ অনুযায়ী টেলিটক থ্রিজি-র 128 kbps Speed (সর্বনিম্ন স্পীড)-এর 2 GB Data Volume এর মাসিক মূল্য 350 টাকা এবং 2 Mbps Speed (সর্বোচ্চ স্পীড)-এর 20 GB Data Volume এর মাসিক মূল্য ২৫০০ টাকা।
এই ট্যারিফ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত এখানে আশা করছি।
এই ট্যারিফ বিষয়ে আমার নিজের অভিমতঃ
০১. আমরা কি 128 kbps, 256 kbps বা 512 kbps জাতীয় স্পীড-এর জন্য এতোদিন ধরে 3G Connection-এর অপেক্ষায় ছিলাম? এই জাতীয় স্পীড-তো দেশের অন্যান্য ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার’রাই আমাদের দিয়ে যাচ্ছে।
০২. নেট থেকে জানা যায় যে, 3G Network এর সর্বোচ্চ স্পীড 21 Mbps পর্যন্ত হতে পারে। তাহলে প্রশ্ন জাগে Teletalk 3G Network-এর সর্বোচ্চ স্পীড 2 Mbps হলো কেন?
০৩. তাছাড়া 2 Mbps স্পীড এর ক্ষেত্রে ট্যারিফ হচ্ছে ৩০ দিনে ২৫০০ টাকা (20 GB data volume-এর জন্য) । এই টাকা দিয়ে কতজন 2 Mbps স্পীড-এর ইন্টারনেট ব্যবহার করতে পারবে? 2 Mbps স্পীড-এর ইন্টারনেট-এর ক্ষেত্রে 20 GB data volume ছাড়া আর কোন সহজলভ্য data volume-এর প্ল্যান ( তথা 8 GB বা 10 GB অথবা 15GB data volume-এর প্ল্যান ) অন্তর্ভুক্ত করা হয়নি । অর্থাৎ বোঝা যাচ্ছে, 2 Mbps স্পীড এর মতো মোটামুটি উচ্চ স্পীড সাধারণ জনসাধারণ ব্যবহার করুক, তার কোন সুযোগ রাখা হয়নি।
০৪. এরপর বাকী থাকে 1 Mbps স্পীড এর আলোচনা।
হ্যাঁ, ঘোষিত ট্যারিফ অনুসারে এই 1 Mbps স্পীড এর কানেকশান অনেকের নাগালের আওতায় থাকতে পারে। কিন্তু সেটাই কি যথেষ্ট? বাংলালায়ন বা কিউবি বহুদিন আগে থেকেই গ্রহণযোগ্য মূল্যে এই 1 Mbps স্পীড দিয়ে আসছে আমাদের। এতে নতুনত্ব আর কী আছে ? বিশেষ করে 3G Network এর অসাধারণ স্পীড-এর যে প্রত্যাশা আমাদের মধ্যে এতোদিন ধরে বাসা বেঁধে ছিল, এই স্পীড দিয়ে তা কি পূরণ হবে?
০৫. সংবাদপত্রের পৃষ্ঠা জুড়ে “বাঁধ ভেঙে দাও” শিরোণামের 3G Network এর বিজ্ঞাপণে টেলিটক শুধুমাত্র 512 kbps স্পীড –এর ট্যারিফ প্রকাশ করেছে এবং অন্যান্য ট্যারিফ তাদের ওয়েবসাইটে দেখতে বলেছে। এ থেকেও বোঝা যায়, টেলিটক ভেবেছে সাধারণ জনসাধারণের আগ্রহ বেশী থাকবে 512 kbps স্পীড –এর বিষয়ে। সত্যিই কি তাই? 512 kbps স্পীড-এর জন্যই কি এতোদিন ধরে 3G Network এর স্বপ্ন দেখেছে সবাই....? 256 kbps, 512 kbps স্পীড দিয়ে সত্যিই কি ‘বাঁধ ভেঙে দেওয়া’ সম্ভব....??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।