অন্ধকারে ছিলাম আমি, আমার দেশ... এই অন্ধকার ছিল ৩০ লক্ষ শহীদের হত্যার বিচার না করার অন্ধকার... এই অন্ধকার ছিল ২ লক্ষ সম্ভ্রম হারা মা বোনের গলা ফাটানো আর্তনাদের ফলে নেমে আসা অন্ধকার... এই অন্ধকার ছিল রাজাকার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার অন্ধকার... এই অন্ধকার ছিল রাজাকারদের স্মৃতিসৌধে ফুল নিয়ে যাওয়ায় নেমে আসা অন্ধকার, গাড়িতে করে দেশের পতাকা বয়ে বেড়ানোর অন্ধকার... এই অন্ধকার ছিল ৭১ এর পরবর্তী হত্যাকারীদের, ধর্ষণকারীদের নিজের কাপরের নিছে আলো জ্বালিয়ে আশ্রয় দেওয়ার ফলে নেমে আসা অন্ধকার... অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম আমরা যেমন করে তলিয়ে দিতে চেয়েছিল ২৫ মার্চ এ পাক বাহিনী ও তাদের দোসররা... কিন্তু বাংলার দালাল রা হারতে শিখেনি... মরতে প্রস্তুত তবু বাংলার দালাল রা এদেশের স্বাধীনতার প্রশ্নে আপোষহীন, রাজাকার নিধনে আপোষহীন... তাই তো আমরা চলেছি আলোর পথে... অনেক চলেছি কিন্তু মরিচিকার মত আলো পাইনি এতদিন... কিন্তু আজ মরীচিকা নয় পেয়েছি আলোর সন্ধান... খুব শিগ্রই আমরা অন্ধকারকে দূর করে চলে আসব সোনালি আলোর নিছে আর সোনালি আলোয় দাড়িয়ে, গলা ফাটিয়ে গর্বের সাথে বলব- জয় বাংলা- বাংলার জয়- বাচ্চু রাজাকার এর ফাসির রায়ের মধ্য দিয়ে আমরা এই আলোর মুখ দেখতে পেয়েছি... আশা করি সাইদী, নিজামি, গু আযম সহ বাকি গুলোকেও শিগ্রই ফাসির রায় দিয়ে ঝুলিয়ে দেওয়া হবে এই বাংলার কারগারে... তারপর তাদের লাশ যেন ভাসিয়ে দেওয়া হয় পাকিস্তান সাগরে... কারন এদের লাশ যে অঞ্চলে দাফন করা হবে সেই অঞ্চলে মানুষ যেতে লজ্জা পাবে, কারো বলতে লজ্জা করবে যে আমি ঐ এলাকার বাসিন্দা, এমনকি পশু পাখিও ঐ এলাকায় থাকবে কিনা তাই নিয়ে আমার সন্দেহ রয়েছে... কারন দেশের প্রশ্নে পশু পাখিও আপোষহীন শুধু কিছু বেজন্মা পশু ছাড়া... বাঙালি জাতির আজ খুসির দিন... আজ আমরা আলোর সন্ধান পেয়েছি... আলোর কিছু রশ্মি আমাদের গায়ে এসে পরেছে... পুরো আলোয় আসতে হলে আমাদের আরও সামনে যেতে হবে... আর সামনে যাওয়ার রাস্তা একটাই - সকল যুদ্ধাপরাধীদের ফাসি দিতে হবে... তাহলেই কেবল সম্ভব বাঙালি জাতির আলোর পথে যাত্রা... না হলে সব কিছু বৃথা, অনর্থক, অযথা... দারিদ্র্য বিমোচন ছাড়া যেমন কোন জাতির উন্নয়ন সম্ভব নয় তেমনি যুদ্ধাপরাধীদের ফাসি ছাড়া বাঙালি জাতির কোন পদক্ষেপই কোন কাজে দিবে না... সকল বাংলার দালালদের আমার পক্ষ হতে আলোর পথে জাত্রার শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন... জয় বাংলা... বাংলার দালালদের জয় হয়েছে, হচ্ছে এবং সদা হবে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।