আমাদের কথা খুঁজে নিন

   

চালু হলো কিম ডটকমের MEGA -- 50 GB ক্লাউড স্টোরেজ বিনামূল্যে

"আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি, একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি" ফাইল শেয়ারিং এর জনপ্রিয় সাইট মেগাআপলোড বন্ধের এক বছরের মাথায় এর প্রতিষ্ঠাতা কিম ডটকম চালু করলেন ফাইল শেয়ারিং এর নতুন সাইট MEGA । পুরাতন সাইট মেগাআপলোড এর চেয়ে নতুন সাইট MEGA অনেক বেশি উন্নত, নিরাপদ এবং user friendly. এতে সংরক্ষিত সব ডাটা থাকবে encrypted. সাইটটিতে ফ্রি অ্যাকাউন্ট খুললেই আপনি পাচ্ছেন 50 GB ক্লাউড স্টোরেজ। প্রথমে MEGA এর ওয়েবসাইটে যান । সাইটটি লোড হতে একটু সময় নেবে। অপেক্ষা করুন।

হোমপেজ এর উপরে Register বাটনে ক্লিক করুন। আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড দিন। এরপর আপনার ইমেইল ঠিকানায় কনফার্মেশন ইমেইল যাবে। সেটিতে দেয়া লিংকে ক্লিক করুন। যারা Google Chrome ব্যবহার করেন না, তাদেরকে Google Chrome ইন্সটল করার জন্য সাজেশন দিবে ।

আপনি চেকবক্সে টিক দিয়ে No Thanks এ ক্লিক করুন দেখেন, আপনি 50 GB free পেয়ে গেছেন। এভাবে একটা ইমেইল দিয়ে 50 GB ফ্রি পাবেন। আমার 24 টা ইমেইল এ আমি পেয়েছি 1200 GB (1.2 TB) টাস্কি খাইলেন? অনেকেরই ৫০,৬০ টা করে ইমেইল থাকে। তাই টাস্কি খাওয়ার কিছুই নাই। ভালো থাকবেন।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.