আশুলিয়ায় দুই ঝুট ব্যবসায়ীকে গুলি করে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ শনিবার সকালে আশুলিয়ার গোড়াট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকালে আশুলিয়ার চাঁনগাও এলাকার জব্বার মণ্ডলের ছেলে শামছুল হক (৩৪) ও বরকত উল্লার ছেলে ফজলুর রহমান (৩২) মোটরসাইকেলে করে আশুলিয়ার চাঁনগাও থেকে গাজীপুর কোনাবাড়ী যাচ্ছিলেন। এসময় গোড়াট এলাকায় তারা পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার মোটরসাইকেলটির গতিরোধ করে।
প্রাইভেটকার থেকে পাঁচ থেকে ছয়জন নেমে দুই ব্যবসায়ী গুলি করে এবং তাদের কাছে থাকা একটি ব্যাগসহ ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।
তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।