এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে চার লাখ টাকা নিয়ে গেছে বলে ব্যবসায়ী নুরুল ইসলাম জানান।
শনিবার দুপুরে শহরের বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজ এলাকায় নুরুল ইসলাম এ ছিনতাইয়ের শিকার হন।পরে পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজারে নুরুল ইসলামের টেলিকম ব্যবসা আছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল সাংবাদিকদের বলেন, দয়ারবাজার থেকে সিএনজি অটোরিকশাযোগে সিলেট আসার পথে দুইটি মোরটসাইকেল যোগে আসা চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে তাকে গুলি করে সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে যায়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে ওই ব্যবসায়ী টাকা খোয়ানোর কথা জানাননি। পরে চার লাখ টাকা ছিনতাইয়ের কথা জানান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।