চাঁদার টাকা না দেয়ায় রাজধানীর মগবাজারে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। পাঁচ লাখ চাঁদা না দেয়ায় জয় নামে ওই ব্যবসায়ীকে গুলি করে চাঁদাবাজরা। পাজরে গুলিবিদ্ধ হয়ে তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
গুলিবিদ্ধ ব্যবসায়ী মাসুদ বিল্লাহ জয় (৪০) জানান, রবিন নামে এক চাঁদাবাজ সন্ত্রাসী বেশ কয়েকদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিল।
৮/৯ দিন আগে সে মোবাইলে একটি মেসেজে পাঠিয়ে ৫ লাখ টাকা রেডি রাখতে বলে। অন্যথায় তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।
বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় রবিনসহ ৫/৬ জন একটি পিকআপযোগে ২৩৯ নম্বর মগবাজারে জয়ের চিত্রাঙ্গন কনফেকশনারির সামনে গিয়ে উপস্থিত হয়। পরে ভেতরে ঢুকে কথা বলার এক পর্যায়ে গুলি করে। এতে জয় পাজরে গুলিবিদ্ধ হন।
সেখানে দায়িত্বরত রমনা থানার এসআই সাইদ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।