আমাদের কথা খুঁজে নিন

   

সামাজিকতা (সেঞ্চুরি পোস্টের)

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

একশ.. দুইশ... তিনশ! হয়ে গেলো!! হওয়ারই কথা। তবে দেরি হয়ে গেল বেশ। এই ব্লগটাকে মুক্তিযুদ্ধ ভিত্তিক রেখে অঃরঃপিঃ নিকে হাবিজাবি। তারপরও সবসময় ব্লগিং করার মুড থাকে না। অফিস বা বাসা থেকে যখন ঢুকি, প্রায়ই ফাজলেমির মানসিকতাটাই প্রবল থাকে।

সিরিয়াসনেস তাই দূরে। শুরুর দিকে 100 পোস্টে বক্তিমার রেওয়াজ ছিল। বনেদি ব্লগাররা দিতেন। তাদের অনুসরণ করেছি আমিও। এখন চাইলেই ঘণ্টায় সেঞ্চুরি হয়।

তারপরও আমাদের মতো টেস্ট ঘরাণার লিখিয়েরা অর্থডঙ্ রয়ে যাই। ওইটাকেই সমাজ মানি। অমি রহমান পিয়াল তার প্রথম পোস্টটি দিয়েছিল 14 ফেব্রুয়ারি 2006। ভালোবাসা দিবসে প্রেমিকার একটি এসএমএস নিয়ে। সেদিন চিপককের খুব জ্বর ছিল।

কোনো মন্তব্য পড়েনি লেখাটায়। দ্বিতীয় লেখা কবিতা। সেটাও পাত পায়নি। তখন দালাল তনয়-তনয়াদের বেশ দাপট। এদেরই একজন মুক্তিযোদ্ধাদের তথাকথিত সম্বোধন করে পোস্ট নামিয়েছিল।

মুক্তিযুদ্ধ নিয়ে পোস্টানোর শুরু তখন থেকেই। প্রাসঙ্গিক ভাবেই আসছে জন্মযুদ্ধের কথা। সেই আবেগকে ধারণ করেই মুক্তিযুদ্ধের এই ওয়েবসাইট। কর্মব্যস্ততায় তার খবর নেওয়া হয় না। একজন মানুষ পেলাম না যে ঘরের খেয়ে এই বনের মোষ তাড়াবে।

আমি সব কনটেন্ট, সব লজিস্টিক সাপোর্ট উজাড় করে দিতে রাজি। তার কাজ প্রতিদিন কিছু জিনিস আপলোড। এই 26 মার্চ একটা লক্ষ্য দিয়েছিলাম নিজেকে। আমি লজ্জাজনক ব্যর্থ। ব্লগিং প্রসঙ্গে কিছু কথা বলা যায়।

আগের লেখকদের অনেকেই অনিয়মিত বলে একটা আফসোস থাকলেও সেটা ইদানিং একেবারে নেই। আঞ্চলিকতা দোষে দুষ্ট হয়েই বলে, ব্লগের এই ব্যাপক মানোন্নয়নে বিশাল ভূমিকা সিলেটি ব্লগারদের। শোহেইল ভাই একাই ছিলেন এতদিন। হাসান মোরশেদ যোগ দিলেন। এরপর আরিফ জেবতিক আর নজমুল আলবাব দিলেন ফাটিয়ে।

সেদিন হযবরল'র কাছে অনুযোগের সুরে বলেছিলাম চিটাগাইঙ্গা তো কেউ নাই। হাহাহাহা। অন্তর থেকেই বলি। নজমুলের কবিতা আর আরিফের স্যাটায়ার সামহোয়ারে অসাধারণ সংযুক্তি। হাসানকে ব্র্যান্ডিং করা যাবে না, এদের কাউকেই আসলে যাবে না।

দিজ পিপল আর রিয়েলি গ্রেট। শোহেইল ভাইর অনুপস্থিতিতে এখন যিনি হাল ধরেছেন, তিনি তীরন্দাজ। গত কটি পোস্টে তার অসাধারণ ধারাবাহিকতা। নাম্বার ওয়ান নিঃসন্দেহে। তিমুর আমার ফেবারিট ব্লগারের তালিকায় ঢুকে পড়েছেন অনেকদিন।

সন্দেহ আছে তিনিই অর্ণৃণ্য (আমি বলি নাই)। পুরানোদের নিয়ে আগেই আলোচনা করেছি অনেকবার। সেখানে কোনো পরিবর্তন হয়নি। একটা কথা বলেই যাই। অবসেসড বলেন, বিকারগ্রস্থতা বলেন- ব্লগে দুই উন্মাদ ছাড়া আর কারো সঙ্গে আমার কোনো সমস্যা নাই।

এমনকি ওয়ালীর সঙ্গেও টু সাম এঙ্টেন্ট ছাড়া নাই। যাদের সঙ্গে সমস্যা, তারা টের পেয়েছেন, পাচ্ছেন, আরো পাবেন। ক্যান্ট হেল্প ইট, ইউ নো!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।