আমাদের কথা খুঁজে নিন

   

@'সালাম সংক্রান্ত ভ্রান্তি' ও 'ধর্মনিরপেক্ষতার ধোঁয়া' থেকে সাবধান!

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

!@@!588514 !@@!588515 !@@!588516 -এই লেখা বুঝার জন্য প্রয়োজন। গল্প বলা যেতে পারে, যেমন- এতদ অঞ্চলে পাওয়া গেল একটি ডিম, জনে জনে শ্রুত হলো কিন্তু কেউই নির্ধারণ করতে পারলো না এটা কি হাসের ডিম না মুরগীর ডিম অথবা অন্য কিছুর। সুতরাং অপেক্ষা ছিল খোলস মুক্ত হওয়ার, অবশেষে খোলস মুক্ত হলো, জানা হলো; আর এটাই উত্তম অন্ততঃ বাদীয় সীমানায়। সেকু্যলারিজমের ধোঁয়ায় আজকাল চারদিক আচ্ছন্ন যেন; মাঝে মাঝে দু'চোখ জ্বলে উঠে, এমন বিবর্ণ প্রহরে কি গল্প শোনানো কিংবা শোনা যায়? যাদুকরেরা ঐ তো মাঠে নেমে পড়েছে রশি আর যাবতীয় সরঞ্জাম লয়ে; শোনা যায় !@@!588605 !@@!588606 !@@!588607 !@@!588608 !@@!588609 !@@!588610। আমি দু'হাতে খুঁজে ফিরি মূসার যষ্টি, স্বল্প পাওয়ারী চশমার কাঁচ ঘষে খুঁজি কুরাইশদের অলিগলি, ইথারে ইথারে খুঁজে ফিরি ইয়াসরিবের স্বচ্ছপ্রাণ মানুষগুলোর সৌহার্দ্য সম্ভাষণ।

আমি সঞ্চয় করি মহাসত্যের নির্যাস আর মজবুত করি শেকড়ের প্রতিটি প্রশাখা। !@@!588647 সেদিন চোখে পড়ায় খুব সাধারণভাবেই দেখেছিলাম; কিন্তু সর্বশেষের 'মেসেজ'টা পড়েই ধোঁয়ার তীব্রতা উপলব্ধি করলাম। আমি না হয় চোখ মুছে, চশমার কাঁচ পরিস্কার করে আন্তরিক সত্যের নির্দেশনায় চলবো সম্মুখে; কিন্তু কত চোখকেই না আচ্ছন্ন করে দেবে এ ধোঁয়া। যদিও জানি যে, মৃদুমন্দ দখিনা বাতাসই যথেষ্ট হয় আবহাওয়ায় স্বচ্ছতা নিয়ে আসতে। কিন্তু বর্তমানকে তো দেখাতে হবে যে, রাস্তা ওদিকে নয়, ওদিকে গর্ত; যেখানে পতিত হলে উঠে আসতে আসতে হয়তো সায়াহ্ন সমাপন হয়ে যাবে, টেরই পাবে না।

পোষ্টদাতা তার লেখায় জানিয়েছেন যে, [গাঢ়]"প্রকৃতপক্ষে যে সালাম মুসলিমদের মধ্যে এখন ধর্মের অংশ হিসেবে প্রচলিত সেটা আরবের বহুল প্রচলিত সামাজিক রীতি"[/গাঢ়]। আসুন আমরা জানতে চেষ্টা করি তৎকালীন একজন আরবের নিকট থেকে যে, ইসলামের সালাম তথা মুসলমানদের মধ্যে এখনো ধর্মের অংশ হিসেবে প্রচলিত "আস্সালামু 'আলাইকুম" (সাথে রয়েছে "ওয়ারাহমাতুল্লাহ্" এবং "ওয়াবারাকাতুহ্"); এটা কি ইসলামপূর্ব আরবের কোন প্রচলিত রীতি? অথবা অন্ততঃ সালাম শব্দটিও কি ইসলামপূর্ব আরবের কোন প্রচলিত রীতি? ইমরান ইবনে হোসাইন রাদিয়াল্লাহু 'আনহু (যিনি তৎকালীন আরবদের মধ্যে ব্যবহৃত সম্ভাষণ পদ্ধতির অনুসরণ করেছেন এবং ইসলাম গ্রহণের পর ইসলামী পদ্ধতিতে সালামেরও ব্যবহার করেছেন) তিনি বলেনঃ ((আমরা জাহেলিয়্যাতের যুগে (অর্থাৎ, ইসলামপূর্ব যুগে) একে অপরকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.