আমাদের কথা খুঁজে নিন

   

15 মার্চ 1971, অসহযোগ আন্দোলনে অচল ঢাকায় জল্লাদ ইয়াহিয়ার আগমন ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

বিক্ষুব্দ মার্চ । অগি্ন যরা মার্চ । 15 মার্চ1971সালের এই দিনে বাঙালীর স্বাধীনতা আন্দোলনের এক পক্ষকাল অতিক্রম করে । এ দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে অহিংস অসহযোগ আন্দোলনে উত্তাল সারাদেশ । পথে পথে শুধু মিছিল আর মিছিল ।

সবার মুখে একটি নাম বঙ্গবন্ধু আর স্বাধীন বাংলাদেশ । ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয় পাক বাহিনীর চলার পথ । পাকিস্তানের জল্লাদ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এদিন কড়া এবং নজিরবিহীন নিরাপত্বার মধ্য দিয়ে ঢাকায় আসেন । বাঙালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে পরিচালিত অসহযোগ আন্দোলনে সামরিক জান্তার অবসহা এতই বেগতিক যে , ইয়াহিয়া খানকে স্বাগত জানাতে সে দিন কোন সিভিল কর্মকর্তাকোন ভিআইপি নাগরিককে বিমান বন্দরে উপস্তিত করতে পারেনি । যা অন্য সময়ে ছিল অকল্পনীয় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.