আমাদের কথা খুঁজে নিন

   

গুজরাটের মুসলমানরা কেমন আছে?

আমরা জাতির শক্তি-সৈন্য, মুক্তবুদ্ধি বীর, আমাদের তরে শূন্যে আসন জাতির কান্ডারীর।

2002 সালে গুজরাটে একটি ট্রেনে অগি্নকান্ডের ঘটনার জেরে ব্যাপক মুসলিম বিরোধী গণহত্যা ঘটে । গুজরাটের সেন্টার ফর সোশাল জাস্টিস নামের বেসরকারী সংস্থার হিসাব অনুযায়ী 2002 সালের সেই মুসলিম গণহত্যা ও লুটতরাজের ঘটনায় কমপক্ষে 2 হাজার মুসলমান নিহত হয় । উগ্র হিন্দুত্ববাদীরা ঐ দাঙ্গায় 400 মুসলিম মহিলাকে ধর্ষণ করেছে । তারা 563 টি মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে ।

তাছাড়া ঐ দাঙ্গায় আড়াই লক্ষ মানুষকে গৃহহীন হতে হয় । বেসরকারী সংস্থাটি বলেছে, ধ্বংসলীলায় ক্ষতির পরিমাণ তিন হাজার আট শ কোটি টাকা । ঐ মানবাধিকার সংস্থার প্রধান তীর্থ শুক্লাবাদ বলেছেন, গুজরাটের রাজ্য সরকার দুর্গত 5 হাজার মুসলিম পরিবারের জন্য কিছুই করছে না । এসব দুর্গত পরিবার গুলোর ত্রানের ব্যবস্থা করছে বেসরকারী সংস্থাগুলো । অসহায় মুসলিম পরিবারগুলো কোন ক্ষতিপূরণ পাচ্ছে না বলেও জানা গেছে ।

তাছাড়া গুজরাট রাজ্য সরকারের কারণে অপরাধীরা কোনরকম শাস্তি পাচ্ছেনা । মানবাধিকার সংস্থাগুলো গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত 6 হাজার মুসলিম পরিবার ত্রান শিবিরগুলোতে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেছে । রাজনীতিবিদরা ঐ সব ক্ষতিগ্রস্তদের নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ করছে, তাদের নানাভাবে ব্যবহার করছে তবে তাদের অবস্থার কোন পরিবর্তন হয়নি পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কোন চার্জশীট দিচ্ছে না । অন্যদিকে তদন্ত কমিটি অপরাধীদের বিরুদ্ধে তদন্তের শুনানী শেষ করছে না । দর্শন নামের অপর একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান হিরেন গান্ধী বলেছেন, গুজরাটকে হিন্দুত্বের গবেষনাগার হিসেবে গড়ে তোলা হয়েছে ।

দাঙ্গা পীড়িত মুসলমানদের জন্যে কর্মরত সংগঠন জনবিকার সমিতির প্রধান গগন শেঠী বলেছেন, গুজরাটের মুসলমানরা নানাভাবে আজও হেনস্থার শিকারে পরিণত হচ্ছে । অপর এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান বলেছেন,2002 সালের চেয়ে গুজরাটের আজকের বাস্তবতা আরো বেশী সংবেদনশীল এবং মারাত্মক । গুজরাটকে তিনি হিন্দু রাজত্ব বলে মন্তব্য করেন । তিনি আরো বলেন, আর এ সবের মূল হোতা হচ্ছে নরেন্দ্র মোদি । হায়রে ধর্ম নিরপেক্ষ দেশ ভারত!!!! সুত্র-সাপ্তাহিক কলম ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।