আমাদের কথা খুঁজে নিন

   

গুজরাটের ডন শাহরুখ!

ফারহান আক্তারের সঙ্গে শাহরুখের রসায়ন জমেছে ব্লকবাস্টার হিট সিনেমা ডন দিয়ে। ডন-এর সাফল্যের পর ডন-২ সিকুয়েলও মহাসাফল্যের মুখ দেখে।

শুধু আয়ের দিক দিয়েই নয়, লাখো-কোটি ভক্তদের হৃদয়ে কিং খান ডন চরিত্র দিয়ে বেশ শক্তিশালী অবস্থান নিয়েছেন। বলিউডের ডন এবার গুজরাটের ডনের চরিত্রে অভিনয় করবেন বলে ভারতীয় একটি অনলাইন সংবাদ মাধ্যম দাবি করেছে।

ছবিটি একেবারেই প্রাথমিক আলাপের পর্যায়ে রয়েছে। নাম ঠিক না হওয়া এই ছবিটির কাজ আগামী বছর শুরু হতে পারে।

সম্প্রতি শাহরুখ এই ছবির স্ক্রিপ্ট পড়ে এতটাই মুগ্ধ হয়েছেন যে, এক কথাতেই ছবিটিতে অভিনয়ে সম্মত হয়েছেন বলে দাবি করা হয়েছে। খবরটি সত্যি হলে বলিউডের ডনকে এবার গুজরাটের ডনের ভূমিকায় পর্দা কাঁপাতে দেখা যাবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।