আমাদের কথা খুঁজে নিন

   

নারীর মন বোঝার শীর্ষ দশে ইউনূস!

আমরা জাতির শক্তি-সৈন্য, মুক্তবুদ্ধি বীর, আমাদের তরে শূন্যে আসন জাতির কান্ডারীর।

আর্য ঋষীদের চোখে নারী হচ্ছে সমস্ত অশুভ ও দোষের সমষ্টি। তারা নারীকে দেখেছেন একটি বিশাল অতৃপ্ত যোনিরুপে; নারী হচ্ছে আপাদমস্তক যোনি, যে কাম ছাড়া আর কোনো সুখ বা নীতি জানে না। ( মনুসংহিতা 9ঃ14, মুরারি মোহন)। ইহুদীরা ভোর বেলায় প্রার্থনা করে, বিধাতাকে ধন্যবাদ, যেহেতু তিনি আমাকে নারী করেন নি।

খ্রিস্টানদের কাছে নারীর দেহ কলঙ্ক। তাদের চোখে মেরী ছাড়া আর সব নারীই পাপিষ্ঠা। এক সময় এমন প্রশ্নও করা হতো নারী আসলেই কোন মানুষ কিনা? নারীর মন বলতে কিছু আছে কিনা তা নিয়ে দিনের পর দিন গবেষণাও চলতো। কিন্তু বর্তমানে সে যুগ পাল্টে গেছে। নারীদের কারা সত্যিকার শুভাকাঙ্খি তা আজ নারীরাই নির্বাচন করছে।

সত্যিকার অর্থে নারীকে বোঝেন এমন পঞ্চাশজন পুরুষকে বাছাই করেছে বিখ্যাত ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। আর সেরা পঞ্চাশ বাছাই হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যশস্বী নারীদের মতামতের ভিত্তিতে। তালিকায় শীর্ষে আছেন অভিনেতা জর্জ কুনি আর দশ নম্বরে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। (দৈনিক আমাদের সময় 5 মার্চ) ইউনুসকে নিয়ে যত বিতর্কই হোক না কেন, আগামী নির্বাচনে তিনি মহিলাদের জনসমর্থন যে উদার মনে পাবেন এ ব্যাপারে কোন সন্দেহ নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।