তোমারে খুঁজিতে কতো পথ হাঁটিয়াছি
কতো রজনী, কতো কাল কাটিয়েছি
কতো প্রাণ বধিয়াছি
নিষ্ঠুরতার রক্তে করেছি লাল।
অথচ তুমি এইখানে আছো লুকায়ে!
অথবা আমি খঁজিনাই তোমারে......
তোমারি সৃষ্টি করেছি ধ্বংস অকাতরে
ভাবি নাই; বুঝি নাই।
অবশেষে আজ পেয়েছি তোমারে
ফিরিয়া এসেছি আমারি দোয়ারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।