আমাদের কথা খুঁজে নিন

   

উপনিবেশবাদ ও উত্তর-ঔপনিবেশিক পাঠ



সম্পাদক: ফকরুল চৌধুরী প্রকাশক: র্যামন পাবলিশার্স মূল্য 250 টাকা লেখক এমে সেজার, ফ্রাঞ্জ ফানোঁ, এডওয়ার্ড ডবি্লউ. সাঈদ, সমির আমিন, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, তালাল আসাদ, জন ডিকসন, চিনুয়া আচিবি, রনজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, ফরহাদ মজহার, দীপেশ চক্রবর্তী, নৈবেদ্য চট্টোপাধ্যায়, মঈন চৌধুরী, সলিমুল্লাহ খান, চিডি আমুতা, আলফ্রেড ডাবি্লউ. ক্রসবি, বারবারা ক্রিস্টিয়ান, বিল অ্যাসক্রফট, গারেথ গ্রিফিথ্স, হেলেন টিফিন, চন্দ্র তালপেরি মোহান্তি, অ্যালান জে. বিশপ, সমীরণ গুহমজুমদার, আমীনুর রহমান, মাসুদুজ্জামান, ফয়েজ আলম, ইফতেখার ইকবাল, এম আতিকুল ইসলাম, আমীর খসরু স্বপন, ফকরুল চৌধুরী অনুবাদক আমীনুর রহমান, মোঃ নজরুল ইসলাম, আলী আজগর, মোহাম্মদ আজম, ইফতেখার উদ্দিন শামীন, আজিজুল হক রাসেল, জোহরা পারুল, জাঈদ-বিন-কালাম, নজরুল ইসলাম, হোমায়রা শেগুফতা চৌধুরী, মোঃ হামিদুর রহমান, ফকরুল চৌধুরী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।