আমার ব্যক্তিগত ব্লগ
আনন্দ তো কত ভাবেই হতে পারে, একলা, দোকলা বা অনেকে মিলে। আমাদের বাসায় সবাই মিলে একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজনের চেষ্টা করছে। নানা মুনির নানা মত। মাঝে মাঝে কারো কারো গলা উঁচু হয়ে যায়, কেউ কেউ কোন কথা ব্যক্তিগত আক্রমন না করে বলতে পারেনা। আব্বা আমাকে বললেন, তুমি যেয়ে সব ঠান্ডা করে দাওতো।
আমি ভাবলাম কি দরকার, নিজেরাই হইচই করে হলেও একটা সিদ্ধান্তেআসুক। সব ব্যাপারে নিজেকে জড়াতে ভালো লাগে না। তারপরও যখন দেখি কোন গোলমাল সিরিয়াস রুপ নিচ্ছে তখন গিয়ে থামিয়ে দেই। যাই হোক, গোলমাল থেমে গেলেই আবার সবাই নতুন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ভালোই লাগছে।
কি রকম এক উৎসব উৎসব ভাব। সবার মনেই আনন্দ। সবাই মিলে কোন কিছু করার মজাই আলাদা, তা যত ঝামেলার মধ্যদিয়েই হোক না কেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।