ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
বইমেলা থেকে কেনা ব্ল্লগারদের লেখা বই পড়ছি। এই মুহূর্তে পড়ছি আলী মাহমেদ-এর শুভ'র বব্লগিং, মামুন ম. আজিজ-এর ..ধূলো তো উড়বেই এবং আফসানা কিশোয়ার-এর পাল্টায় নারী, বাহারি। ঠিক পড়ছি বললে ভুল বলা হবে। উল্টায়ে পাল্টায়ে দেখছি, যেটুকুতে চোখ পড়ছে ইচ্ছে মতোন পড়ছি। এ আমার এক বদ অভ্যাস।
এক নাগাড়ে প্রথম থেকে শেষ করি না কোনো বই-ই। সেজন্য কবিতার বই অবশ্য আমাকে কষ্ট দেয় না। ধীরে ধীরে একসময় বইয়ের সব কবিতার সাধ নেয়া হয়ে যায়।
এর আগে এভাবে পড়েছিলাম আফসানা কিশোয়ার-এর কাব্যগ্রন্থ শব্দোৎসব, গল্পের বই ত্রৈরাশিক এবং সবুজ অঙ্গন সাহিত্য সংকলন। কিন্তু একাধারে শেষ করা হয়নি বলে কোনো আলোচনা লিখতে পারিনি।
তবে এবারকার একুশে গ্রন্থমেলার বই পাল্টায় নারী, বাহারি আমার ভেতরটা বেশ নাড়া দিয়েছে। সুন্দর ছাপা, বাঁধাই এবং মনোরম প্রচ্ছদের বইটি পাঠকদের নজরকাড়ার মতো। ধন্যবাদ কবিকে, ধন্যবাদ প্রকাশককে।
পাল্টায় নারী, বাহারি থেকে এ যাবৎ যে ক'টি কবিতা পড়েছি খুব ভালো লেগেছে। আগের বইগুলোর থেকে এ বইয়ের কবিতাগুলোতে ভিন্নমাত্রা ল্য করা গেছে।
লেখাগুলোতে কবির পরিপক্কতার ছাপও বেশ স্পষ্ট। প্রথম থেকেই কবির মধ্যে রোমান্টিক ভাবধারার কবিতা লেখায় স্বাচ্ছন্নবোধ এ বইতেও স্পষ্ট। নারীমনের আকুতি, কষ্ট, দ্রোহ তাঁর লেখার বিষয়। পুরুষশাসিত সমাজে নারীর শোষণ, সংসার সমুদ্রে চিরাচরিত পট পরিবর্তন তাঁকে বেদনার্ত করে। এজন্যই তাঁর কবিতা দ্রোহেরও ভাষা বটে।
সঠিক কী পরিমাণ বিক্রি হচ্ছে বইমেলার এ নতুন বইটি কবিই হয়তো বলতে পারবেন। তবে এ বইয়ের পাঠকপ্রিয়তা বর্তমান সময়ের দাবী। একে এড়িয়ে যাবার সাধ্য পাঠকের বা বোদ্ধাদের নেই। অচিরেই আফসানা কিশোয়ার-এর কবি নামের সুনাম সকল মহলে ছড়িয়ে পড়বে বলে আমার বিশ্বাস। সামহোয়্যারইনব্ল্লগের অনেকে বইটি কিনেছেন বলেই আমার বিশ্বাস।
সামগ্রিক লেখার ব্যাপারে বলবো যে ক'টি কবিতা পড়েছি মানে-গুণে, শব্দচয়নে, উপমা-উৎপ্রেক্ষায় সব কবিতা উত্তীর্ণ মনে হয়েছে। ভাষার ব্যাপারে বলবো- কবি বোধ হয় পশ্চিমবঙ্গের কবিদের কবিতা একটু বেশিই পড়েন। দু'একটি কবিতা পড়ে আবার আশংকা জাগে মনে- আমার উচ্চশিক্ষা জীবনের সিনিয়র প্রিয় কবি তসলিমা নাসরিন-এর মতো তিনি না আবার কবিতা লিখা বন্ধ করে আমাকে আশাহত করেন!
24.02.2007
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।