আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাদার্সে আজহার মেহমুদ

'প্লেয়ার বাই চয়েজ' পদ্ধতিতে তামিম ইকবালকে দলভুক্ত করে ব্রাদার্স ইউনিয়ন। তামিমকে দলভুক্ত করে শিরোপা জয়ের স্বপ্ন দেখতে থাকা ক্লাবটি প্রথম ম্যাচে বিদেশি ক্রিকেটারদের ছাড়া হোঁচট খায় প্রাইম ব্যাংকের কাছে হেরে। আজ ব্রাদার্স খেলতে নামছে আরেক শিরোপা প্রত্যাশী ও গত আসরের রানার্সআপ গাজী ট্যাঙ্কের বিপক্ষে। আজকের ম্যাচের জন্য গাজী ট্যাঙ্ক শ্রীলঙ্কা থেকে উড়িয়ে এনেছে কৌশল্য ভীরারত্নেকে। ব্রাদার্স এনেছে তিন বিদেশি ক্রিকেটারকে।

খেলা হবে বিকেএসপির ৩ নম্বর মাঠে। অথচ ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় বিকেএসপির ২ নম্বর মাঠের সব খেলা সরিয়ে নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। আজ আরও দুটি খেলা রয়েছে ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের। নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার প্রতিপক্ষ খেলাঘর সমাজকল্যাণ সমিতি এবং বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে প্রিমিয়ার ব্যাংক খেলবে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে। প্রথম ম্যাচের মতো আজও কলাবাগানের হয়ে মাঠে নামছেন না সাকিব আল হাসান।

প্রথম রাউন্ডে বিকেএসপির ২ নম্বর মাঠে খেলা ছিল ভিক্টোরিয়ার। কিন্তু বৃষ্টিতে খেলা ভেস্তে যায়। ফলে কলাবাগান ক্রিকেট একাডেমির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে চ্যাম্পিয়নদের। অথচ প্রথমদিন খেলা না হওয়ায় ভেন্যু পরিবর্তনের জন্য ভিক্টোরিয়া চিঠি দিয়েছিল সিসিডিএমকে। কিন্তু ক্লাবের অনুরোধ কানে তোলেনি সিসিডিএম।

ফলে গত পরশু ক্লাব প্রাঙ্গণে সংবাদ সন্মেলন করে কঠোর অবস্থানের কথা জানায় ক্লাব কর্তৃপক্ষ। কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ম্যাচটি পুনরায় না দিলে তারা পরবর্তী খেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে গতকাল শেষ বেলায় খেলায় অংশ নেওয়ার বিষয়ে রাজি হয় ক্লাবটি। ভিক্টোরিয়া আগের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নিলেও ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে খেলাঘর। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে প্রাইম ব্যাংক খেলবে সাকিবের দল কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে।

নিজেদের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক ৭৯ রানে হারিয়েছিল ব্রাদার্সকে। ওই ম্যাচে প্রাইমের পক্ষে সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশে। প্রাইমের কোচ খালেদ মাহমুদ সুজন আজও জিততে চান, 'কলাবাগান ভালো দল। আমরা আজও জেতার জন্য খেলব। আশা করি জিতেই মাঠ ছাড়ব।

' প্রথম ম্যাচে প্রাইমের পক্ষে দুই লঙ্কান খেললেও আজ যোগ দিচ্ছেন আরও একজন, জীবন মেন্ডিস। কলাবাগান আগের ম্যাচে ১৬ রানে হেরেছে মোহামেডানের কাছে। ওই ম্যাচে দলটির কোনো বিদেশিই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি। আজ জ্বলে উঠার আশা করছেন দলটির কর্মকর্তা রিয়াজুর রহমান বাবু, 'মোহামেডানের কাছে আমরা অল্প রানে হেরেছি। ওই ম্যাচে আমাদের বিদেশি ক্রিকেটাররা রান করতে পারেননি।

আশা করি আজ রান করবেন। ' মোহামেডানের বিপক্ষে রান না করলেও শ্রীলঙ্কার জেহান মেন্ডিস উইকেট নিয়েছিলেন ৫টি।

বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ হেভিওয়েট লড়াই গাজী ট্যাঙ্ক ও ব্রাদার্স ইউনিয়নের। নিজেদের প্রথম ম্যাচে গাজী ৮ উইকেটের বড় জয় পেয়েছে খেলাঘরের বিপক্ষে। ম্যাচে একমাত্র বিদেশি হিসেবে খেলেছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিশ।

আজকের ম্যাচ খেলার জন্য 'দ্বীপরাস্ট্র' শ্রীলঙ্কা থেকে উড়িয়ে আনা হয়েছে কৌশল্য ভীরারত্নেকে। প্রথম ম্যাচে কোনো বিদেশি খেলেনি ব্রাদার্সের পক্ষে। আজ তিন বিদেশি নিয়ে মাঠে নামছে ব্রাদার্স। শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলি ম্যাথিউস, অলরাউন্ডার সুচিত্রা সেনানায়েক ছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের পাসপোর্টধারী আজহার মেহমুদ খেলবেন আজ।

 

আজকের খেলা

ম্যাচ - ভেন্যু

ভিক্টোরিয়া-খেলাঘর - ফতুল্লা

গাজী ট্যাংক-ব্রাদার্স ইউনিয়ন - বিকেএসপি-৩

প্রাইম ব্যাংক-কলাবাগান কেসি - বগুড়া

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।