আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাদার্সে আবারও সৈয়দ নইমুদ্দিন

সৈয়দ নইমুদ্দিনকে আবার কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে ব্রাদার্স। ভারতীয় এই কোচ চতুর্থবারের মতো দায়িত্ব নেবেন গোপীবাগের দলটির। ২০০৪ সালে প্রথম এসে জাতীয় লিগ জিতিয়েছিলেন ব্রাদার্সকে। ২০০৬-০৭ পেশাদার লিগের প্রথম আসরে নইমুদ্দিনকে ফিরিয়ে আনে ব্রাদার্স। তারপর ২০১০-১১ মৌসুমে আসেন তৃতীয়বারের মতো।

এই তিনবারই ব্রাদার্সে এক মৌসুম করে ছিলেন দ্রোণাচার্য-খ্যাত এই কোচ। দ্বিতীয় ও তৃতীয়বার ব্রাদার্সকে তিনি পেয়েছেন সাদামাটা দল হিসেবেই। মাঝামাঝি অবস্থানে থেকে লিগ শেষ করেছে ব্রাদার্স ওই দুবার। এবারও ব্রাদার্স নামে বড় হলেও টিকে থাকার লড়াই-ই করতে হবে তাদের। ব্রাদার্সের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘নইম ভাই আগামীকালই (আজ) ঢাকা আসছেন দলের দায়িত্ব নিতে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।