আমাদের কথা খুঁজে নিন

   

তামিমের প্রস্তাবে ব্রাদার্সে ম্যাথিউস

শ্রীলঙ্কান ক্রিকেটারদের হাট বসেছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। শ্রীলঙ্কান জাতীয় দলের একাধিক ক্রিকেটার এখন ঢাকায়। মোহামেডানের পক্ষে খেলতে এসেছেন তিলকারত্নে দিলশান ও উপল থারাঙ্গা। গত পরশু ব্রাদার্স ইউনিয়নের পক্ষে খেলতে এসেছেন শ্রীলঙ্কান জাতীয় দলের অধিনায়ক অ্যাঞ্জেলি ম্যাথিউস। সঙ্গে এসেছেন সচিত্র সেনানায়েক।

ম্যাথিউসকে নিতে আপ্রাণ চেষ্টা করেছিল প্রাইম ব্যাংক। কিন্তু তামিম ইকবালের প্রস্তাবে শেষ পর্যন্ত ব্রাদার্সে এসেছেন খেলতে।

বাংলাদেশে আগেও খেলেছেন ম্যাথিউস। কিন্তু এবারই প্রথম এসেছেন ঘরোয়া ক্রিকেট খেলতে। যেখানে অর্জুনা রানাতুঙ্গা, জয়াসুরিয়া, সাঙ্গাকারাদের মতো তারকা ক্রিকেটাররা খেলে গেছেন।

প্রিমিয়ার ক্রিকেটে এবার প্রথম খেলতে এলেও এর সম্পর্কে ধারণা নিয়েই এসেছেন লঙ্কান অধিনায়ক, 'এর আগে আমি কখনোই ঢাকার ঘরোয়া ক্রিকেটে অংশ নিইনি। তবে অনেকের কাছেই এখানকার লিগের প্রশংসা শুনেছি। এ ছাড়া আগামী এক মাস আমাদের কোনো খেলা নেই। তাই চলে এলাম। ' প্রাইম ব্যাংক চেষ্টা করেছিল।

কিন্তু ব্রাদার্সে খেলার ব্যাখ্যা দেন, 'অন্য একটি দলের সঙ্গে কথা হয়েছিল। তবে বেশি দূর এগোয়নি আলোচনা। তামিম যখন প্রস্তাব দিল, তখন না করতে পারলাম না। কেননা আইপিএল আমরা একসঙ্গে এক দলে খেলেছি। '

এবারের লিগে এখনো পর্যন্ত প্রায় ১৩ জন লঙ্কান ক্রিকেটার এসেছেন।

তাই অনেকেই আড়ালে প্রিমিয়ার লিগের নাম দিয়েছেন লঙ্কা-বাংলা লিগ। এ প্রসঙ্গে বলেন, 'আগামী বছর এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ। এর আগে আমাদের একটি সফর হওয়ার কথা এখানে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।