আমাদের কথা খুঁজে নিন

   

ফারিয়ার আবার জরিমানা !



ফারিয়া, আমার একসময় মাছ ধরার সৌখিনতা ছিল । যখন বরশী তে মাছ বাঝতো, তখন আমার ছোট্টো কালো ছিপটা ধনুকের মতো বেকে যেত । আশেপাশের মানুষ আমার ছিপ বাকিয়ে খেলিয়ে মাছ তোলা তাকিয়ে তাকিয়ে দেখতো । একটু বেখেয়াল হলে মাছ ছুটে যাবার শঙ্কাও আছে । তাতে যে কি স্পোর্টিং সাসপেনস, তা বলে বোঝাবার নয় । তুমি আমার ঐ হাড়িয়ে ফেলা ছিপটার কথা মনে করিয়ে দিয়েছ, তোমার আবার জরিমানা ! আর তোমাকে জরিমানা করাটা আমার এখনকার নতুন সৌখিনতা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।