হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
আমার কলিগ আরিফ কে দেখতে কনে পক্ষ হঠাৎ অফিসে হাজির। আরিফ পুরা বিব্রত। প্রথমত আমাদের অফিসে গেষ্ট এলাউ না, তার উপর কনের কাজিন (মেয়ে) সহ মোট তিন জন আসছে।
ওর মাথা আউলা হয়ে গেছে।
মেহমানদের বসানো হলো এডভাইজার স্যারের রুমে (স্যার ছিলেন না)। আরিফের বস (ডিজিএম- অডিট) মেহমানদের সাথে বসলেন। আমাদের ফ্লোরে চাপা উত্তেজনা। উপরের আর নীচের ফ্লোরেও খবর রটে গেছে।
অতি উৎসাহি কয়েকজন ঘোড়াঘুড়ি করছে, অাঁড়ি পাতছে। জটিল অবস্থা।
কয়েক মাস আগে বিয়ে করেছে রাবি্ব, সে আরিফ কে বলে ঃ মেয়ের বোন কে আমার পছন্দ হইছে, আমি রাজী, তুমিও রাজী হইয়া যাও !
মেহমানরা চলে যাওয়ার পর আমি ডিজিএম-অডিট স্যার কে বললাম ঃ দাদা সবাই অধির আগ্রহে বসে আছে, আপনি ঘটনাটা নিয়ে একটা প্রেস রিলিজ দেন। আমি সহ আরো দুই জন অদৃশ্য মাইক্রোফোন ধরলাম দাদা'র মুখের সামনে !
দাদা বক্তব্য দিল ঃ [গাঢ়] আলোচলা ফলপ্রসূ হয়েছে। আমরা আশাবাদী ! [/গাঢ়]
মজার স্মৃতি ঃ 05 ফেব্রুয়ারী 2007ইং, সোমবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।