কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
স্রষ্টার বিনা পয়সায় দেয়া মনটাই বুঝি এমন; যে তার প্রকাশে কাব্যরূপ নিতে চায়।
আমি বলি গদ্যই ভাল, যেমন এই তো জীবন গদ্যময়; কি আছে এমন কাব্যচর্চায়,,,।
যখন-তখন, যেখানে-সেখানে, মনেআসা-লিখেরাখাগুলোকে তুলে রাখি সযতনে,
যদি তুমি পড় কোন কালে,,,,,,,,।
এক)
অংকনে ঐতিহ্যরূপ
বর্ণনায় বিভাজন,
এখানে মৃত্যু আসে প্রতিদিন
নিয়ে যায় প্রতিজন নয়তো দিয়ে যায় অনুক্ষণ।
-০১.১০.২০০৬, মদীনা।
দুই)
হয়ত এখন তোমার ঘরেতে রাত
একটু পরেই ফুটবে রাঙা প্রভাত;
এই ভুবনে আসবে কবে দিন
নিত্য হেথায় নিশি ছন্দহীন...।
-১৮.০৩.২০০৬, মদীনা
তিন)
এখানে জীবন অনেক সুখের, অনেক বেদনার
জড়িয়ে আছে অনেক মনে স্মৃতির যাতনার,
সুখ চেয়ে কেউ পায় মহাদুখ্ নয়তো কামনা
জীবন এখানে দুঃখ পাওয়ার করছে সাধনা!
-১৯.০৩.২০০৬, মদীনা।
{{{ চলমান বিন্দুগুলো কি সিন্ধু অবধি পৌঁছুবে? }}}
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।