ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে
আজ পহেলা ফাল্গুন।
ঋতুরাজ বসন্ত আজ নবীন ঊষার পূণ্য লগনে বাংলার প্রকৃতিতে দিয়েছে দোলা।
ফুল ফুটক আর নাহি ফুটক আজ বসন্ত। বসন্তে নব যৌবনের বান ডেকে যাবে মানব-মানবীর হৃদয় বেদীতে। নব পুস্প ও পত্র-পল্লবে প্রকৃতি আজ সাজ সাজ রব।
এত আয়োজনের পরও আমাকে আজ অফিস করতে হচ্ছে। এমনকি হলুদ জামাটাও আজ পরিনি। কারণ মনে এখন বসন্ত দোলা দেয়নি। যদিও সকালে ঘুম থেকে উঠার সময় এক বন্ধুর বসন্তীয় মিষ্টি একটি এসএমএস। যাহোক এটাওতো কম নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।