মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সেই বাংলাদেশকে খুঁজছি..............
বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম লিনাক্স-এর বাংলা সংস্করণ বাজারে এনেছে সিসটেক ডিজিটাল। দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় লিনাক্স লোকালাইজেশনের তথা স্থানীয় ভাষায় লিনাক্সকে উপস্থাপনের কাজ করে আসা ওপেনসোর্স কম্যুনিটি অম্কুরকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে 'অম্কুর' এর উন্নয়ন করা 'শ্রাবণী লিনাক্স বাংলা অপারেটিং সিস্টেম' এর ৬.১১ সংস্করণটি এখন সিসটেক ডিজিটালের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এই অপারেটিং সিস্টেমে অফিস এ্যাপ্লিকেশন,প্রেজেন্টেশন,ডেক্সটপ পাবলিশিং,ইন্টারনেটের যাবতীয় ব্যবহার,গানশোনা,ভিডিও দেখা ইত্যাদি কাজ করা সম্ভব।এক কথায় একজন কম্পিউটার ব্যবহারকারীর সবদিক বিবেচনা করে শ্রাবণী লিনাক্স বাংলা অপারেটিং সিস্টেম কে ঢেলে সাজানো হয়েছে। বাংলা ভাষাভাষীদের কাছে বাংলা লিনাক্সকে ছড়িয়ে দিতে অম্কুর এবং সিসটেক ডিজিটাল-এর এটি একটি যৌথ প্রয়াস। আগামীকাল বইমেলায় বাংলা একাডেমী প্রাঙ্গণে অবস্থিত লেখক কুঞ্জে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আর 'সিসটেক পাবলিকেশন্স' এর স্টলে ৫০ টাকায় পাওয়া যাবে।
তথ সূত্রঃ
আজ বাংলা লিনাক্সের উদ্বোধন
ফেব্রুয়ারি ১৩,২০০৭ মঙ্গলবার - দৈনিক ইত্তেফাক আইটি কর্নার
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।