বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কর্তাব্যক্তিরা দেশে ছাগল প্রতিপালন প্রজেক্ট শুরু করেছেন। বেশ ঘটা করেই তাদেরকে একএিত করা হয়েছে। লোকজন ছাগলের যত্ন আওি নিয়ে বেশ কথা বার্তা বলছেন। এসব ছাগলরা নাকি গুতোগুতি বন্ধ করে এখন বেশ বহাল তবিয়তে ফলাহার চিবিয়ে আনন্দে দিনাতিপাত করছেন।
তাদের এই আনন্দের বাহার দেখে খোদ রাখালরাও হতবাক হয়ে পড়েছে। চারদিকের খবরগুলো সত্যি বিনোদনমূলক। ছাগলকে ভাল কথা কইলেও নাকি হিতে বিপরীত হয়ে পড়ে-এটাও তো চোখ সওয়া হয়ে গেছে। বিলম্বে হলেও কি ছাগল(দের) বোধদোয় হবে? ছাগল প্রজেক্টের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে নিবেদন করছি সুকুমার রায়ের একটি ছড়া:
"ওরে ছাগল, বল্ত আগে
সুড়সুড়িটা কেমন লাগে?
কই গেল তোর জারিজুরি
লম্ফঝম্ফ বাহাদুরি।
নিত্যি যে তুই আসতি তেড়ে
শিং নেড়ে আর দাড়ি নেড়ে।
ওরে ছাগল করবি রে কি?
গুঁতোবি তো আয়না দেখি।
হাঁ হাঁ হাঁ, এ কেমন কথা?
এমন ধারা অভদ্রতা!
শান্ত যারা ইতরপ্রাণী
তাদের পরে চোখরাঙানি!
ঠান্ডা মেজাজ কয় না কিছু
লাগতে গেছ তারই পিছু?
শিক্ষা তোদের এমি্নতর
ছি_ছি_ছি! লজ্জা বড়।
ছাগল ভাবে সামনে একি!
একটুখানি গুঁতিয়ে দেখি।
গুঁতোর চোটে ধড়াধ্বড়
হুড়মুড়িয়ে ধুলোয় পড়।
তবে রে পাজি লক্ষীছাড়া
আমার 'পরেই বিদ্যেঝাড়া,
পাএাপাএ নাই কিরে হুঁশ্
দে দমাদম্ ধুপুস ধাপুস"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।