মানুষ তার আশার সমান বড়...
[রং=#4169ঊ1]
(1)
-- মা
-- বল বাবা
-- কেমন আছ তোমরা?
-- আমাদের কথা চিন্তা করিস না বাবা, তোর কি হয়েছে?
-- কই কিছু না
-- তোর গলা আজ দুর্বল দুর্বল, মার কাছে লুকাস না কিছু বাবা
-- আমি ভালো আছি
-- খাওয়া দাওয়া করেছিস?
-- করেছি
-- কোথায়?
-- আজ হোটেলে করলাম। কাল মনে হয় বাজার করতে হবে।
-- আল্লাহ তোর দিন কবে দিবে... (তিনি ফুফিয়ে কেঁদে ওঠলেন)
-- আহঃ কি শুরু করছো তুমি?
-- টাকা পাঠাবো?
-- আমি বলছি আমার টাকা লাগবে? টাকার সমস্যা নাইতো।
-- আমারতো মনে হচ্ছে তোর সমস্যা আছে কোথাও।
-- কোন সমস্যা নাই।
-- তোর কাকা ফোন করেছে?
-- একটা সমস্যা হয়েছে দেশে, তাই বাইরে থেকে কোন ফোন আসছে না।
-- আমি ফোন করবো?
-- তোমাদের কোনো কান্ডজ্ঞান নাই! আমি বলেছি ফোন করতে?
-- আচ্ছারে বাপ করবো না।
-- সবাই ভালো আছে?
-- আছে
-- পার*** পড়ালেখা কেমন করছে?
-- ভালো
-- আচ্ছা ঠিক আছে, রাখি মা।
(2)
-- কিরে কি হয়েছে?
-- কোথায়?
-- ঘরের বাতি নেভানো, ঝিম মেরে আছিস...
-- ও কিছু না। তোর কি অবস্থা? ইন্টারভিউতে কেমন করলি?
-- বাদ দে।
তারপর কি সমস্যা তোর, বললি নাতো?
-- বলার মত কিছু না। মাঝে মাঝে মনে হয়, নিজের লাইফটাকে লাত্থি মেরে রিক্সার তলায় ফেলে দেই
-- কি বলিস!!!
-- তো কি বলবো? সমস্যা যখন আসে তখন টর্নেডোর মত আসে। সব বিপদ,আপদ মিছিল করতে করতে আসে
-- হুমমম
-- এখন দেখবি নেট চেক করে আরেকটা আপদ দেখবো
-- হা হা হা বলিস কি? চেক কর দেখি (রাজিব চোখের মনিতে হাসির ঘুড়ি ওড়ায়)
-- দেখলিতো! হা হা হা হা
-- কি হয়েছে তোর?
-- কই কিছু না স্বপ্নময়ী একটা হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠে তার মুখ।
ওরা ঝিম মেরে পড়ে থাকে, অন্ধকারে।
-- 'দোস্ত হবেনা মনে হয় চাকরীটা...'
-- 'আরে বাদ দে', ইংলিশ একটা কাটর্ুন দেখছিলাম... মুরগীর বাচ্চাটাকে বার বার বলা হচ্ছিল... ' Every Day is a New Day!'
-- 'হুমমমম'
-- 'হুমমম কিরে বেটা? কালকে আবার পিকনিক হবে'।
পিকনিকের কথা শুনে রাজিব স্বাপি্নক হয়...সুখী স্বরে বলে_
-- 'অবশ্যই অবশ্যই, আমি কিন্তু আলুটাই থেতলাবো, বাকীসব তুই'
-- হা হা হা হা 'ঠিক আছে, ঠিক আছে'। অন্ধকারে দেখা যায় না তবু তারা একে অপরের দিকে তাকিয়ে স্বশব্দে হেসে চলে...। তারপর... আবার দীর্ঘ নিরবতা। হাতের নাগালে মুঠোফোন, রাজিব স্বপ্নময় হয়... নীল আলোর টুকরো বন্যা রুমের এককোন আলোকিত করে রাখে। ঐটুকুই কেবল রঙিন।
পৃথিবীর অন্যসব, [/রং] অন্ধকার ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।