আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন মৃতু্য

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

এ পৃথ্বে স্বাভাবিক শুধু একটি শব্দ- মৃত্যু। বাদবাকি সবই পড়ে অস্বাভাবিকের কাতারে; কিন্তু ভাবতে অবাক লাগে এই একখানি শব্দের আগমন সময়কাল জড়িয়ে আছে যার সাথে সে হলো সদা চঞ্চল শব্দ- হঠাৎ। সমীকরণের স্লাইডে যদি রাখি তাদের পাশাপাশি? তখন? হয়তো চরম অস্বাভাবিকতাও অ-হীন গন্ডির মধ্যেই পড়ে। আর তাই- পাড়ার মোড়ের নগ্ন ছেলেটা চিৎকার করে. কাঁদে তারস্বরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।