আমাদের কথা খুঁজে নিন

   

একটু খেয়াল করে দেখেন কাতারের দিক সচেতনতা।

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

মুসলমানররা যে উপাসনা বা ইবাদত করে সেখানে কেবলা বলে একটি বিশেষ ব্যাপার উলেলখ আছে। ঐশী কিতাব অনুসারে সেটি হচ্ছে মক্কার কাবা শরীফ। পশ্চিম দিক কেবলা সেটা কিন্তু ভৌগিলিক বিচারে ঠিক হলেও শাব্দিক এবং রীতি অনুসারে যথার্থ নয়। হজ্জের সময় হাজীরা মক্কার চারপাশ ঘিরে থাকে বিধায় সেখানে কিন্তু আর পশ্চিম দিক , পূর্ব দিক বা অন্য কোন দিক কে কেবলা বলা যায় না। ........এবার একটু ছবিটার দিকে তাকান।

আজকের প্রথম আলোর প্রথম পেজে প্রকাশিত হয়ে ছে ছবিটা। ...নদী( তুরাগ নদী) নিশ্চয় কোন কেবলা নয় মুসলামদের জন্য। কেবলা তো অবশ্যই কাবা । এবং আমাদের দেশের ভৌগলিক অস্থানের হেতু সেটা পশ্চিম দিক বলা হয়। ....বিশাল জামাতে একসাথেজুম্মার নামাযরত ছবির ১ নং নির্দেশিত মানুষগুলো যদি পশ্চিম দিকে মুখ করে থাকে তবে ২ নং নির্দেশিত মানুষগুলো কোন দিকে কেবলা ধরে মুখ রেখেছে ...অথবা ৩ নং বা ৪নং নির্দেশিত লোক গুলোই ? একটু অবাক হবার বিষয় না।

সব ধার্মিক মানুষগুরো বলে ওখানে হাজির হয়েছে! নাকি অনেকে ধর্মান্ধও?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.