একটি নিদের্াষ কয়েন -
একপিঠে হেড - অন্যপিঠে টেল।
ভবিষ্যত - আর মরচে পড়া অতীত।
একপিঠে আশা - অন্যপিঠে নিরাশা।
দুধরঙা আলো- আর অসীম অাঁধার।
আলো আর আধার,
আশা আর নিরাশা,
সুখ আর অসুখ ,
গোলমেলে খুব।
ছুড়ে দেই কয়েনটা-
ওপরে অনেক ওপরে -
শূণ্যে কয়েকটা পাক খায়,
বাতাসে শিস কাটে তীরের মত,
আমার বুকে কাপুনি বাড়ে,
বাড়ে শংকার ডংকা -
ভাল থাকার অদম্য ইচ্ছা।
চোখের পলকে হাতের মুঠোয় এসে পড়ে
আমি চোখ বন্ধ করে ফেলি,
নিশ্চিত ভবিষ্যতের চেয়ে -
অনিশ্চিত শংকাটাকেই কেন যেন আপন মনে হয়।
কিছুক্ষণ দম নেই,
বুকে আসে বল।
হাতের মুঠো এবং চোখের পলকের এক অভূতপূর্ব সিংক্রোনাইজেশনে
হাতের মুঠোয় আবিষ্কার করি কয়েনটিকে।
সেই মুহূর্তটি যেন অনন্তকালের মত থমকে যায় -
আমার জগত অন্ধকার হয়ে যায়।
ভবিষ্যত জেনে যাবার পর -
নিতান্ত ছেলেমানুষের মত হাতটা উল্টে দেই ,
যেন নিজেকেই বোঝাই -
হিসেবটা এরকমও হতে পারত।
কী আশ্চর্য!
উল্টোপিঠেও একই অন্ধকার!
কয়েনে ছেড়ে দেয়া ভাগ্য
আমার জন্য কোনো আলোর ব্যবস্থাই রাখেনি ।
[কারো ইচ্ছা হইলে ওয়াক শব্দে বমি করতে পারেন আমার লেখা অথবা ভাগ্যের উপর]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।