যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
বাংলা ব্লগের লেখনী, মন্তব্যের মিথস্ক্রিয়া ইত্যাদির সংকলন করে বাংলা ভাষায় প্রথমবারের মতো ব্লগের লেখা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে অপরবাস্তব। আপাতত বাকী বিল্লাহ'র প্রতিষ্ঠানে বসে সেইটারই ঘষামাজা প্রস্তুতি অংশগ্রহন চলছে। আশা সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারী মাসের প্রথম দিকেই বইমেলায় বইটি পৌছে যাবে। সেই হিসেবে সামহোয়্যারের লেখক, পাঠক, মন্তব্যকারী সবাই নিজেদের নামটি কমপিউটার মনিটর ছাড়িয়ে ছাপার অক্ষরে দেখার প্রস্তুতি নিতে থাকেন। দেখা হবে বই মেলায়।
আমেরিকায় ইতিমধ্যেই জনপ্রিয় ব্লগের লেখা নিয়ে প্রকাশনার ট্রেন্ডটি শুরু হয়েছে। খুব আশার ও খুশির কথা আমরা বাংলাভাষীরাও এই জায়গায় খুব একটা পিছিয়ে নেই। 2005 সালে সামহোয়্যােেরর জন্ম নিয়ে 2006 শেষ করেই 2007 এ আমরা ছাপতে যাচ্ছি আমাদের ব্লগের লেখার সংকলন। নি:সন্দেহে এটি একটি মাইলফলক। উদ্যোক্তাদের শুভেচ্ছা ও বাহবা।
(বাকী বি্লল্লাহর প্রতিষ্ঠান, ছাপাকল থেকে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।