আমাদের কথা খুঁজে নিন

   

জরুরী ক্ষমতা বিধিমালা, 2007 সম্পর্কে সরকারের ব্যাখ্যা

বন্ধুদের নিয়ে বাঁচি

সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয় জাতির ইতিহাসের সামপ্রতিক সংকটকালে গণমাধ্যমের অত্যন্ত ইতিবাচক ভূমিকার ব্যাপারে সরকার সম্পূর্ণ সচেতন রয়েছে। এমনকি বর্তমান এই পরিস্থিতির মধ্যেও সরকার সংবাদপত্রের স্বাধীনতার সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সম্পূর্ণরূপে সজাগ রয়েছে। উল্লেখিত গেজেট বিজ্ঞপ্তির আলোকে সংবাদপত্রের স্বাধীনতা খর্বের সম্ভাবনার বিষয়ে কোন কোন মহলের মাঝে যে প্রশ্নের উদ্রেক হয়েছে সে ব্যাপারে সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সরকার এ ব্যাপারে দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করতে চায় যে, সংবাদপত্র, গণমাধ্যমের স্বাধীনতা ও কার্যক্রমের ওপর কোন প্রকার বিধি-নিষেধ আরোপ করা হয়নি। এব্যাপারে যে কোন প্রকার ভুল বুঝাবুঝি পরিহারে একটি কার্যকর সমাধানে পৌছাতে সরকার শীঘ্রই গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। ট্রেড ইউনিয়ন ও পেশাজীবী সংগঠনের স্বাভাবিক কার্যক্রমের ব্যাপারেও সরকারের অনুরূপ দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সরকার ট্রেড ইউনিয়ন ও পেশাজীবী সংগঠনের ঘরোয়া কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা জারির সিদ্ধান্তও গ্রহণ করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.