ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
যদি নির্বাসন দাও- আমার এক প্রিয় কবির ভার্চুয়াল নাম। বাংলাভাষাভাষীদের বিভিন্ন ফোরামে তিনি লেখেন। দেখুন তাঁর একটি কবিতা-
তুমি চলে গেলে- যদি নির্বাসন দাও
তুমি চলে গেলে
চলে যায় স্রোতোগ নদী ও বসনত বাতাস
দেবে যায় কমপ্র ভালোবাসা
মাটির তলদেশে
তুমি চলে গেলে
কাঁঠাল-লিচু মহামারী, বন্ধ্যা শস্যক্ষেত্র
ঘুম পোকা কুড়ে খায়
জীর্ণ জীবন
তুমি চলে গেলে
প্রমত্তা নিথর নিষ্কমপ
শ্যাওলা ধরে
সেইসব পুরনো শরীর
বন্ধুর নীল জ্যোৎস্না
উধাও শাদা মার্বেল
তুমি চলে গেলে
আটকে থাকে সাপের তীক্ষ্ম ডাটা
মগজের অলিন্দে
তবুও প্রার্থনা চলে
অশোক কাননের
উদরে পূর্ণতার স্বর্গীয় পায়েস
তবুও
তুমি চলে যাও----
মাটির কলসে কাদম্বরী শীতল হয়----
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।