আমাদের কথা খুঁজে নিন

   

নেটে বসা এত্ত সোজা না!

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি।

লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন

মা অফিসে যাওয়ার সময় আঙুল খাঁড়া করে আমাদের কতগুলো কথা বলে যান।
তার মাঝে কমোন একটা কথা আছে। সেটা হলো, `ল্যাপটপ ধরবে না। '
মার কথার সাথে মাথাটা এমনভাবে কাৎ করি, মনে হবে এটা আমিও ধরতে চাই না, বেজায় ক্ষতিকর!
মা চলে যাওয়ার পর ল্যাপটপ নিয়ে বসার জন্য ছটফট করতে থাকি।


কিন্তু ঠোঁটকাটা কাজের মেয়েটা! তারজন্য পারি না। মা ঘরে ঢুকতে দেরি; তার ঠোটঁলাগাতে দেরি হয় না।
মা তখন রেগে আগুন হয়ে অনেক কথা বলেন। কী কথা বলেন, তা এখানে লিখতে চাইছি। শরমের কথা!
আমি একটা বুদ্ধি আবিষ্কার করে ফেলেছি।

কাজের মেয়েটাকে বশ মানানোর বুদ্ধি।
তার নানা ঢঙ্গের কয়েকটা ছবি তুলে ল্যাপটপে সেভ করে রাখলাম। এখন সে ল্যাপটপে তার নিজের ছবি দেখার জন্য আমাকে বারবার অনুরোধ করে।
আমি বলি, `নারে মা শুনলে বকা দিবে। ' সে বলে, `শুনবে আবার ক্যামনে, আমি বললে এ্যাসে।

'
কি মজা!! ল্যাপটপটা নিয়ে তাকে ছবি দেখাই ১ মিনিট আর আমি...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.