পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
আমার দিনে অনিচ্ছা সত্তেও কমপক্ষে ১২/১৩ ঘন্টা নেটে থাকা হয়। কোন কাজই করি না। সামু লেখি, ফেসবুক, নাটক, সিনেমা, ক্রিকইনফো, ফিফা, ইউটিওবে ভিডিও আপলোড পেপার পড়া, এই সব করেই সময় কাটানো হয়। গুগল এ্যডসেন্সেও সময় দিয়েছি অনেক।
তাই এখন চাচ্ছি কোন কাজ করতে। যদি কারো কাছে কোন কাজ থাকে বা কোন পরামর্শ থাকে তাহলে আমাকে সাহায্য করতে পারেন।
*************************************
আমার তেমন কোন যোগ্যতা নাই। কম্পিউটার মোটামোটি বুঝি। আরবি ভাল বলতে লিখতে ও পড়তে পারি, ইংরেজিও একই রকম।
নেটে ভাল স্পীড আছে। আমাকে লোকজন বিশ্বাসও করে। আমি পলিটিক্সও ঘৃণা করি।
***************************************************************
যদি কেহ হেল্প করেন তাহলেতো........................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।