আল্লাহর ভয়ে আমি ভীত নই, তবে উহার বান্দাদের ভয়ে আমি সন্ত্রস্ত।
এই বিষয় নিয়ে আরো আলোচনা আগেও হয়েছে। তবে পুরনো হয়ে যাওয়ায় এবার আরো আপডেটেড তথ্য আমি পোস্ট করলাম।
১. google.com গুগল এখন সবার উপরে। আন্তর্জাতিক ভাবেও, বাংলাদেশেও।
Google.com.bd আছে ৫ নম্বরে।
২. Facebook খুব স্বাভাবিক ব্যাপার। কে যেন বলেছিল, ‘এখন রাস্তার কুত্তারও এফবি এ্যকাউন্ট থাকে’। তাও একটা না।
৩. Yahoo! হুমম।
ভাটা পড়েছে জনপ্রিয়তায়। ১ থেকে ৩ এ। আমিও ইয়াহু তে যাই না এখন।
৪. Blogger.com এটার ব্যবহার এখন অনেক বেড়ে গেছে। এফবি নিয়ে কমেন্টটা আবার করতে মন চাইলেও করলাম না।
৬. YouTube এটা পরে আরও উপরে উঠবে।
৭. Prothom Alo প্রথম আলোর জনপ্রিয়তাও দেখছি বেড়েই চলেছে। ১ নম্বর দেশি সাইট।
৮. Wikipedia কি আর করা গুগলে কিছু সার্চ দিলে সবার আগে এইটাই আসে। আর এইটাতেই ক্লিক করা লাগে।
আর এ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য কপি-পেস্ট তো আছেই।
৯. Dhaka Stock Exchange (DSE) - Bangladesh এখন টাকা পাইলেই শেয়ার কিনা লাগে। আর দিনে কয়েকবার আপডেট চেক না করলে ভাত হজম হয় না বাঙ্গালির।
১০. Somewhere in... blog এটা দুঃখজনক যে সামুর জনপ্রিয়তা, লেখক সংখ্যা যে ভাবে বাড়ছে, লেখার মান সেভাবে বাড়ছে না। দায় কাদের এটা আপনারাই বলুন
১২. Twitter দেখে ভালো লাগল যে বাঙ্গালিরা কাইমাই ছেড়ে কিচিরমিচিরও করতে পারে।
ব্যাস্ত লোকেদের জন্য এফবি অপেক্ষা টুইটার ব্যবহার শ্রেয়। তাছাড়া এতে পছন্দের সেলেব্রিটির খুব কাছে চলে যাওয়া যায়।
১৩. Bdnews24.com নির্ভরযোগ্য!!
১৪. Windows Live মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনও এত ব্যবহার হয়!
১৫. Cricinfo এটাকে আর কেউ সরাতে পারে না। বাঙ্গালিরা খেলা কম দেখে কিন্তু ক্রিকেট বেশি দেখে।
১৭. WordPress.com এখন সাইট খোলা কোন ব্যপারই না
১৯. Freelancer ফ্রি ল্যান্সার সাইটটিতে ফ্রি ল্যান্সিং ব্যবসা ও ফ্রি ল্যান্সিং জব নিয়ে আলোচনা করা হয়।
তারপরও, . . . এত উপরে!!?
২০. Bdjobs.com এটাত থাকবেই। চাকরির বাজারের যা অবস্থা। দেখি অন্যান্য সাইটের কি খবর
২১. Grameen Phone জিপির সাইটের এত বড় উত্থান দেখে আমি খুবই অবাক হয়েছি। হঠাৎ এমন কি হয়ে গেল এখানে।
২২. MediaFire ডাউনলোড সাইটগুলোর মধ্যে এটা উপরে উঠে গেছে অন্যগুলার তুলনায়।
আমিও এটাকেই বেশি গুরুত্ব দেই।
২৩. Microsoft Corporation মনে হয় শুধু অভিযোগ পাঠাতে পাঠাতেই এটা এত উপরে উঠে গেছে।
২৫. Mozilla.com মজিলাই বেটার, মজিলাই বেস্ট
২৯. Amazon.com বাঙ্গালিরা শুধু বই পড়ে না, কেনেও। দেখে খুবই ভালো লাগল। আমিও আমাজনে যাই, তবে শুধু দেখতে।
৩০. CellBazaar এখন অনলাইন শপিং করতেই বেশি ভালো লাগে, কি বলেন?
৩২. United States এটারও দেখি কোন পরিবর্তন নাই। সারাদিন আম্রিকারে গালি দেই, কিন্তু ডিভি আবেদন না করলে চলে না আমাদের।
৩৩. The Internet Movie Database দেশের মানুষ এখন মুভি শুধু দেখে সন্তুষ্ট হয় না, পর্দার পিছনের খবরও জানতে চায়। ইতিবাচক।
৩৪. Prothom-aloblog রেটিং আবার বেড়েছে।
কিন্তু কি ভাবে?
৩৬. Techtunes চরম দুঃসংবাদ। সব টেকি ভাইরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।
৪০. MSN এর আগের তালিকায় একে না দেখে অনেকে অবাক হয়েছিলেন। দেখুন এখন একে ৪০ নম্বরে।
৪১. RapidShare এত নিচে নেমে গেছে!! এই পতনের কারণটা ঠিক বুঝলাম না।
৪২. দেব অনএয়ার ব্লগ আগে এটা শীর্ষ ২০ এ থাকত। বাঙ্গালির উন্নতি দেখে ভালো ল্গছে। সাইটের নাম শুনে বোঝা যায়না, এট কিসের সাইট।
৪৩. The Daily Star এটা আরো উপরে থাকতে পারত। তবে যে পজিশনে আছে সেটা মন্দ না।
৪৭. Songs.pk শুধু হিন্দি ইংরেজি গান নয়, চাইলে পুরো এ্যালবাম ডাইনলোড করতে পারে এই সাইট থেকে।
৪৮. Apple Inc. এ্যাপলের অফিসিয়াল সাইট।
৪৯. flickr.com/ নিচে নেমেছে। আর কত পিক নামাবে
৫০. BBC Online এটার তো আরও উপরে থাকা উচিত ছিল। তাই নয় কি?
৬৮. Adobe.com বিভিন্ন ওয়েবসাইটে ভিডিও দেখতে গেলে যাদের পিসিতে Adobe Flash Player নাই তারা Adobe এর ওয়েবসাইটের লিংকে যায় ডাউনলোড করতে।
৬৯. Amardeshonline.com সম্পাদক জেলে যাওয়ার পর রেটিং বাড়ছেই।
৭০. Varsityadmission.com এখন তো এটারই সময়। এখন তো এটা উপরে থাকবেই। যদিও সাইটটিতে এক্যে আশা নিয়ে ঢুকি সে আধা খুব কম সময়ই পুর্ণ হয়।
৭২. Amaderforum.com ডাউনলোডের জন্য ভালো সাইট।
কিন্তু রেটিং দেখি অনেক কমেছে।
৭৪. বাংলায়চটি.কম Wtf. চটি পড়তে এত মজা? জানতাম না।
৭৭. Exbiiডটcom । হা! হা! হা! বাঙ্গালী মানুষ হইলি না। এটাও একটা ছবিপূর্ন সফট পর্ন সাইট।
৭৮. Myspace আস্তে আস্তে ব্যবহার বাড়ছে।
৮০. Stockbangladesh.com প্রথম দেশি শেয়ার মার্কেট এ্যানালাইসিস পোর্টাল।
৮৫. Metacafe । রেটিং অনেক কমেছে। এটা YouTube এর মতো একটা সাইট।
কিন্তু এখানে YouTube এর চাইতে অনেক বেশি এ্যাডাল্ট ভিডিও পাওয়া যায়।
৮৬. Amar Natok ওরে আর কত নাটক তোরা দেখবি, আর কত নাটকই তোরা দেখাবি?
৮৭. GSM Arena । মানুষ মোবাইল সম্বন্ধে জানতে চায়
৮৮. Projonmo.com ইউনিকোড ভিত্তিক প্রথম বাংলা ফোরাম। এর রেটিং পরে আরো বাড়বে।
৮৯. Ittefaq.com অনলাইনে ইত্তেফাকও মানুষ পড়ে?
৯১. Prothom-alojobs.com প্রথম আলো গ্রুপ যথেষ্ট আধিপত্য বিস্তার করেছে।
৯২. Dhaka University কোন পরিবর্তন নাই।
৯৯. Ask.com এটার এত নিচে থাকার কারণ কি?
এটা ভাল দিক যে, বাঙ্গালিরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। আগে সব পর্ন সাইটের জয়জয়কার থাকত। এখন সেটা অনেক কমে গেছে। আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন http://www.alexa.com/topsites.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।