আমাদের কথা খুঁজে নিন

   

চর্যাপদের 26 তম গীতিকা...

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

চর্যাপদের ২৬ তম গীতিকা ---------------------------- পাদকর্তাঃ শান্তিপা ( পুরো নাম রত্নাকর শান্তি) [গাঢ়]রাগ শাবরী। । শান্তিপাদানাম। । [/গাঢ়] ১।

তুলা ধুণি ধুণি আঁসুরে আঁসু। আঁসু ধুণি ধুণি নিরবর সেসু \ ২। তউ সে হেরুঅ ণ পাবিঅই। সান্তি ভণই কিণ সো ভাবিঅই \ ৩। তুলা ধুণি ধুণি সুনে অহারিউ।

পুণ লইআঁ অপণা চটারিউ \ ৪। বহল বট দুই আর ন দীসঅ \ সান্তি ভনই বালাগ ন পইসঅ \ ৫। কাজ ণ করণ জ এহু জুঅতি। সঁএ সঁবেঅণ বোলথি সান্তি \ অর্থঃ ---- তুলো ধুনে ধুনে আঁশ আঁশ হলো। আঁশ ধুনে ধুনে কিছুই রইল না।

এ রকম হওয়ার হেতু পাওয়া যাচ্ছেনা। শান্তি বলে তাকে আর ভাবা কেন। তুলো ধুনে ধুনে শূণ্যকে আহরণ করা হলো শূণ্যকে নিয়ে নিজেকে শেষ করা হলো। পথ দীর্ঘ, দ্বিতীয় পথ দেয়া যায়না। শান্তি বলেন সে এ পথে কেশাগ্র প্রবেশ করে না।

কার্যও নেই কারণও নেই, এই এর যুক্তি । শান্তি বলেন এ হচ্ছে স্বসংবেদন। [ইটালিক]............(সূত্রঃ চর্যাগীতি প্রসঙ্গ// সম্পাদক- সৈয়দ আলী আহসান)[/ইটালিক]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।