আমাদের কথা খুঁজে নিন

   

চর্যাপদের প্রথম গীতিকা ...রাগপটমঞ্জুরী । + কিছু কথা।

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

চর্যাপদের 1ম গীতিকা --------------------- রাগ পটমঞ্জুরী ...( লুইপাদানাম্) ( লূইপা পরিচিতিঃ চর্যাপদের পদকর্তাদের মধ্যে অন্যতম একজন হলেন লূইপা। ইনি মগধবাসী ছিলেন বলে ধারনা করা হয়। এবং ইনি রাজা ধর্মপালের দরবারের একজন ছিলেন। জাতি হিসেবে ছিলেন কায়স্থ। ) ১।

কাআ তরুবর পঞ্চ বি ডাল। চঞ্চল চীএ পইঠো কাল \ ২। দিঢ় করিঅ মহাসুখ পরিমাণ। লই ভণই গুরূ পুচ্ছিঅ জাণ \ ৩। সঅল সমাহিঅ কহি করিঅই।

সুখ দুখতে নিচিত মরিঅই \ ৪। এড়িঅই ছান্দক বান্ধ কপাটের আস সুনুপাখ ভিড়ি লাহু রে পাস \ ৫। ভণই লুই আমহে ঝানে দীঠা। ধমণ চরণ বেণি পান্ডী বইঠা \ অর্থঃ দেহ হল সুন্দর তরু। তার পাঁচটি শাখা।

চঞ্চল চিত্তে কাল প্রবিষ্ঠ হল। দৃঢ় করে মহাসুখ পরিমাণ কর। লুই বলেন, গুরুকে জিজ্ঞেস করে জান। সমাধি দিয়ে কি স্বার্থকতা অর্জিত হয়? সুখ-দুঃখতে নিশ্চিত মরতে হবে। এড়িয়ে ছন্দের বন্ধন এবং ইন্দ্রিয় পারিপাট্যের আশা শূণ্যপাখাকে ভিত্তি করে তার সামীপ্য গ্রহণ কর।

লুই বলেন, আমি ধ্যানে দেখেছি। ধমন-চমন( শ্বাস -প্রশ্বাস) কে পিঁড়ি করে বসেছি। .......................................( সূত্র ঃ ্তুচর্যাগীতি প্রসঙ্গ্থ , সম্পাদক - সৈয়দ আলী আহসান। ) আমার কথা ------------- --- কি সুন্দর সুন্দর কথায় রচিত চর্যাপদের প্রথম গীতিকা ! ...'সুখ - দুঃখেতে নিশ্চিত মরতে হবে। ' মহা সত্যি কথা।

এই মহা সত্য নিয়েই নানা ভাগ বিশ্বাসে মানুষ। কেমন? 1। মরতে হবে তাই যা ইচ্ছে তাই করে জীবনকে উপভোগ্য করে নিতে হবে তাড়াতাড়ি 2। মরতে হবে তাই নিজেকে আড়াল করে নির্ভেজাল নিরানন্দ জীবন যাপন। 3।

মরতে হবে তাই নিজেকে মৃতু্য পরবর্তী কোন পুরষ্কারের যথার্থ বানানোর নেশায় এক আপন বিশ্বাসে যুদ্ধ বিগ্রহ করে বিশ্বাস এর জয় কেতন উঁচু করার চেষ্টা। 4। মরতে হবে তাই সব ছেড়ে ছুড়ে ধ্যান , তপস্যা। 5। মরতে হবে তাই ভাল কাজ 6।

মরতে হবে তাই কারও খারাপ কাজ... ( ধ্যানি রা লিখেছে ভাল ...ধ্যান করে কি দেখেছে কে জানে তা কিন্তু লেখেনি কেউ ! লিখেছে উপদেশ ... 'এড়িয়ে ছন্দের বন্ধন এবং ইন্দ্রিয় পারিপাট্যের আশা' ... কেবল)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।