মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
জামাল ভাস্করের নাফ নদীর তীরে কিম্বা তীরের পাশেই নাফ নদী পড়বার পর থেকে মনটা খুব অস্থির হয়ে যাচ্ছিল। এরমধ্যে শুনলাম আমার বন্ধুরা কয়দিন আগে লাউয়াছড়া গেছিল। মনটা আরো আর্দ্র হইল। ভাবলাম জামালের মত ভ্রমণ কাহিনী লিখিনা তো কি হয়েছে, কামেলের মত পোস্টাইতে তো পারি।
এইটা রুমা নদীর একটা বাঁকের ছবি। ক্ষ্যইক্ষংছড়ি থেকে নৌকা নিয়ে রুমা বাজারে পৌঁছানোর পথে। বাঁশের ভেলা বানায়া বাঁশা ঠেলতাছে, যাকে বলে বাঁশ পরিবহন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।