মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
র্
লালুর লাইনে আহেন থেইকা মনে পড়লো। আমাগো এক দোস্ত আছিলো। খুব ভাল পোলা। কিন্তু ওর চেহারায় কিছু একটা আছিলো। ওরে কেন জানি সবাই খদ্দের ভাবতো।
একবার মাইন্ড-মুইন্ড খাইয়া ভাবছে সে ঘরে থাকবো না, গেছে হোটেলে থাকতে। হোটেলের মালিক তোতা মিয়া, রুমে আইসা কইলো '' স্যার লাগবো '' । বেচারা পুনর্বার মাইন্ড খাইলো। হের পর থিকা ওর নাম তোতা মিয়া।
একবার ওরে এক দোস্ত গাইলাইছে '' ঐ তোর নানীরে লৌড়াই'' ।
পুরান ঢাকার গাইল। ও অনেকক্ষণ বাদে কইল, '' তুমি আমার বুড়ী নানীরে দৌড়াইবা কেন? উনি পারবে এই বয়সে দৌড়াইতে ''।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।